আরো একবার লকডাউনের পথে রাজ্য! বন্ধ হতে পারে রাজ্যের সমস্ত স্কুল-কলেজ, বড় ইঙ্গিত মুখ্যমন্ত্রীর

গত দু’বছর কোভিড ১৯ পরিস্থিতি আসতে আসতে স্বাভাবিকের দিকে যাচ্ছিল। কিন্তু হঠাৎ উপস্থিত হল করোনার নতুন ভাইরাস স্ট্রেন ওমক্রিন। যদিও এই ভাইরাসের ওষুধ এখনো বাজারে আসেনি। এখনো পর্যন্ত ১০ জনের শরীরে ওমক্রিন ভাইরাস ধরা পড়েছে। যদিও তারা এখন চিকিৎসাধীন আছেন। রাজ্য সরকারের তরফ থেকে যথেষ্ট তৎপর হতে শুরু করেছে নতুন ভাইরাসের প্রভাব থেকে রাজ্যবাসীকে বাঁচানোর জন্য।

আজ রাজের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সাগরপারের দক্ষিণ ২৪ পরগনা জেলায় বৈঠক সারলেন। রাজ্যের কোভিড পরিস্থিতি নিয়ে তিনি জিজ্ঞাসা করলেন রাজ্যের স্বাস্থ্যসচিব নারায়ণ স্বরূপকে। তবে নতুন চিন্তার বিষয় স্ট্রেন ওমক্রিনকে নিয়ে তিনি বিভিন্ন সতর্কবার্তাও দিয়েছেন রাজ্যের মানুষদেরকে। কথা ছিল জানুয়ারি মাস থেকে স্কুলের সব শ্রেণী খুলে যাবে। কিন্তু রাজ্যের পরিস্থিতি যে দিকে এগোচ্ছে স্কুল-কলেজ আবার বন্ধের দিকে ইঙ্গিত দিলেন এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি কপিলমুনির আশ্রমে পুজোও দিলেন এদিন।

বৈঠকে রাজ্যের স্বাস্থ্যসচিবকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের পরিস্থিতি নিয়ে সজাগ এবং সচেতন থাকার নির্দেশ দিলেন। আসন্ন ৩রা জানুয়ারি থেকে কনটেইনমেন্ট জোন শুরু করার কথা ভাবা হচ্ছে। স্কুল-কলেজ যেটুকু খুলেছে তাও আবার বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হতে পারে। অফিসের কাজকর্মের ক্ষেত্রে work-from-homeএর উপর বেশি জোর দেওয়ার কথা বললেন মুখ্যমন্ত্রী।

বিশ্বের বিভিন্ন দেশে যত দিন যাচ্ছে, ওমক্রিনের আক্রান্তের সংখ্যা বাড়ছে। এপর্যন্ত দেশে আক্রান্তের সংখ্যা ৭৮১ জন পেরিয়ে গেছে। চিকিৎসা মহল থেকে বার বার জানানো হচ্ছে, তিনগুণ বেশি ক্ষতিকারক ওমক্রিন ভাইরাসটি। এখনো পর্যন্ত ১০৯টি দেশে সংক্রমন ছড়িয়ে গিয়েছে। কেন্দ্রের তরফ থেকে রাজ্যেগুলোর জন্য নতুন নির্দেশিকা পাঠানো হয়েছে।