চাঁদে জমি কিনে তাক লাগালেন ত্রিপুরার দুই যুবক, জানুন কত পড়ল খরচ

নিজের জমি থাকার আনন্দ একটা আলাদাই। তবে সেই জমি চাঁদে কেনা হয় তাহলে সেটা একদমই আলাদা ব্যাপার। সবাই জানলে তাদেরকে মুহূর্তের মধ্যে একটু অন্যরকম চোখে দেখবে বা স্পেশাল ভাবে দেখবে। তবে চাঁদে জমি কিনলে আদৌ কোনো লাভ হবে কিনা, সে সব বিচার না করেই শুধুমাত্র তথ্যের ওপর ভিত্তি করে এবং আলাদা কিছু করার উদ্দেশ্যে আজকাল অনেক ব্যক্তি চাঁদে জমি কিনছেন।

তবে শুধু সাধারণ ব্যক্তি নয়, সেলিব্রেটি তারকারাও জমি কিনছেন। কারণ অনেকেরই মতে চাঁদে জমি কেনা মানে বিশাল একটা ব্যাপার। সে যাই হোক, এবার চাঁদে জমি কিনলেন দুই ব্যক্তি। প্রথম ব্যক্তি হলেন সুমন দেবনাথ, তিনি পেশায় একজন গৃহশিক্ষক। অপর ব্যক্তি হলেন চম্পক দেবনাথ, তিনি পেশায় একজন মোটর মেকানিক। তাঁরা দুজনেরই মত, তাঁরা খুবই খুশি। কারণ তারা চাঁদে জমি কিনতে পেরেছেন।

সুমন প্রথম জমি কেনার সিদ্ধান্ত নেন। তাঁর বাড়ি হলো দক্ষিণ জেলার প্রান্তিক শহরে সাব্রুম নগরে পঞ্চায়েত ৯ নম্বর ওয়ার্ডে অন্তর্গত কাঁঠালছড়ি এলাকায়। তিনি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছিলেন, সাধারণ মানুষ চাঁদে জমি কিনছেন। এরপর তিনি এই বিষয়ে ভাবতে শুরু করেন। সমস্ত খোঁজখবর নিয়ে ইন্টারনেট মারফত লুনার সোসাইটি থেকে অনলাইনে চাঁদের জমি কেনেন। তিনি বলেছেন, তাঁর আগ্রহ থেকেই এই জমি তিনি কিনেছেন। তিনি চাঁদে যেতে না পারলেও তাঁর কোনো আফশোস নেই।

আরেক ব্যক্তি চম্পকের বাড়ি ত্রিপুরায়। তিনি সোমনাথের চাঁদে জমি কেনার ব্যাপারটি জেনে তিনি আগ্রহ প্রকাশ করেন চাঁদে জমি কেনার। তিনি এবং তার ভাই মিলে চাঁদে ৩ একর জমি কিনলেন। তাঁদের ৩ একর জমি কিনতে খরচ পড়েছে ১৩৯ ডলার। যা ভারতীয় মুদ্রায় প্রায় ১০ হাজার টাকা।