ভারতের ১০ জন সর্বাধিক শক্তিশালী মহিলা রাজনেতা, যাদের নাম ভবিষ্যতেও ভুলবে না কেউ

ইতিহাস যুগে যুগে রাজনীতিতে নারীর শক্তি প্রত্যক্ষ করেছে। মেরি অ্যান্টোইনেট থেকে শুরু করে রানী এলিজাবেথ পর্যন্ত, সারা বিশ্বের নারীদের ক্ষমতা চোখে পড়ার মতন। ভারতের রাজনীতিতেও নারীদের অবদান রয়েছে।

১. ইন্দিরা গান্ধী

ইন্দিরা গান্ধী ছিলেন ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী। তিনি ভারতীয় জাতীয় কংগ্রেসের কেন্দ্রীয় স্তম্ভও ছিলেন। তিনি একজন দক্ষ রাজনীতিবিদ ছিলেন। যিনি প্রায় ১৮ বছর ধরে ভারত শাসন করেছিলেন।

২. সোনিয়া গান্ধী

সোনিয়া গান্ধীর আলাদা করে পরিচয়ের প্রয়োজন পড়ে না। সর্বভারতীয় কংগ্রেসের সভাপতি হিসাবে সোনিয়া গান্ধীর কার্যকাল কংগ্রেসের এক শতাব্দীর ইতিহাসে দীর্ঘতম। তার নির্দেশনায়, কংগ্রেস ২০০৪ সালের লোকসভা নির্বাচনে ব্যাপক সাফল্য অর্জন করে। তিনি ২০০৪ থেকে ২০১৪ সাল পর্যন্ত ক্ষমতাসীন ইউনাইটেড প্রগ্রেসিভ অ্যালায়েন্স এর চেয়ারপার্সনও ছিলেন।

৩. জয়ললিতা জয়রামন

জয়ললিতা জয়রামন পাঁচ বছরের জন্য তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ছিলেন। তিনি জনগণের মধ্যে আম্মা নামে পরিচিত ছিলেন। সর্বভারতীয় আন্না দ্রাবিড় মুনেত্র কাজগম এর সাধারণ সম্পাদক ছিলেন। তিনি সমগ্র তামিলনাড়ু জুড়ে মহিলাদের স্ব-সহায়ক গোষ্ঠী প্রতিষ্ঠা করেছিলেন।

৪. মায়াবতী

বর্তমানে, মায়াবতী ভারতের সবচেয়ে শক্তিশালী দলিত নারী নেত্রী। তিনি চারবার উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হন।

৫. সুষমা স্বরাজ

বিজেপির তীক্ষ্ণ নেত্রী সুষমা স্বরাজ সাতবার সাংসদ এবং তিনবার বিধানসভার সদস্য হয়েছেন। তিনি ১৯৯৮ সালে দিল্লির মুখ্যমন্ত্রীও ছিলেন। তিনি ২০১৪ থেকে ২০১৯ পর্যন্ত ভারতের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন। ইন্দিরা গান্ধীর পর তিনি দ্বিতীয় মহিলা যিনি এই পদে অধিষ্ঠিত হন।

৬. শীলা দীক্ষিত

প্রবীণ কংগ্রেস নেতা শীলা দীক্ষিত ১৯৯৮ থেকে ২০১৩ সাল পর্যন্ত তিন মেয়াদে দিল্লির মুখ্যমন্ত্রী ছিলেন। দিল্লিতে কংগ্রেসকে একটি বিশেষ পরিচয় দিয়েছেন তিনি। তিনি ২০১৪ সালে কেরালার রাজ্যপালও ছিলেন।

৭. মমতা ব্যানার্জি

মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার একটি রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা। তিনি বাংলায় কমিউনিস্ট পার্টির আধিপত্যের অবসান ঘটিয়ে তৃণমূল সরকার প্রতিষ্ঠা করেন। ২০১১ সাল থেকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি।

৮. মেহবুবা মুফতি

মেহবুবা মুফতি ছিলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রীর পদে অধিষ্ঠিত প্রথম মহিলা। আসামের সৈয়দা আনোয়ারা তৈমুরের পর মেহবুবা মুফতি ভারতের কোনো রাজ্যের দ্বিতীয় মুসলিম মহিলা মুখ্যমন্ত্রী।

৯. বসুন্ধরা রাজে সিন্ধিয়া

রাজস্থানের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে সিন্ধিয়া ভারতের অন্যতম শক্তিশালী নারী রাজনীতিবিদ। বসুন্ধরা রাজেকে সক্রিয় রাজনীতিতে নিয়ে এসেছিলেন তার মা বিজয়রাজে সিন্ধিয়া, যিনি ছিলেন বিজেপির একজন বিশিষ্ট নেতা।

১০. নন্দিনী সতপতী

নন্দিনী সতপতী ছিলেন একজন সুপরিচিত ভারতীয় রাজনীতিবিদ। তিনি জুন ১৯৭২ থেকে ডিসেম্বর ১৯৭৬ পর্যন্ত ওড়িশার মুখ্যমন্ত্রী ছিলেন। নন্দিনী সতপতী ‘ওড়িশার আয়রন লেডি’ নামেও পরিচিত ছিলেন।