জিভে এল জল, কচুরি খাওয়ার জন্য ট্রেন থামিয়ে দিলেন ড্রাইভার, ভাইরাল ভিডিও

চলন্ত ট্রেন থেমে গেলো! কিন্তু কেন ? এ যে এক কৌতূহল উদ্দীপক ঘটনা। সম্প্রতি ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে যে একটা ট্রেন রেল গেটের সামনে এসে হঠাৎ করে থেমে যাচ্ছে। রেলগেটের দুই পাশে রয়েছে অনেক যানজট। সেই সময় হঠাৎ করে একটা লোক গিয়ে লোকো পাইলটকে একটা প্যাকেট ধরাই। তারপরে ট্রেন চলতে শুরু করে।

সূত্র থেকে জানা যায় ওই প্যাকেটের মধ্যে ছিল কচুরি। এই ভিডিও ভাইরাল হওয়ার পর নেটিজেনরা কেউ যেমন ইতিবাচক বক্তব্য রেখেছেন, কেউ আবার নেতিবাচক বক্তব্য রেখেছেন। কেও বলেছেন লোকো পাইলটদের নিজেদের প্রয়োজনে অবশ্যই ট্রেন থামানো উচিত। আবার কেও বলেছেন এদের শাস্তি হওয়া উচিত।

কেও বা বলেছেন এইজন্যই ভারতীয় রেল দেরি করে। কেও আবার নিছক ব্যাঙ্গ করে বলেছেন যে লোকো পাইলট কচুরির লোভ সামলাতে পারেননি। ইন্ডিয়ান এক্সপ্রেসের খবর অনুযায়ী লোকো পাইলট কোন রকম লাল সংকেত ছাড়াই ট্রেন থামিয়ে ছিলেন জয়পুরের আলোয়ারে তারপর কচুরি নিয়েই ট্রেন এগোয়।

আবার দৈনিক ভাস্করের প্রতিবেদন অনুযায়ী রেল গেটের সামনে ট্রেন এলেই লোকো পাইলট কচুরির কথা মাথায় রাখতো। তারপর গেটে নিযুক্ত অন্যান্য কর্মচারীরা কচুরি নিয়ে আসতো। ইতিমধ্যে যদিও রেললাইনের দুইপাশে বিরাট এক যানজটের সৃষ্টি হতো। তারপর কচুরি নিয়ে তবে ট্রেন আবার চলা শুরু হতো।

সোশ্যাল মিডিয়ায় এই ঘটনা ব্যাপকভাবে ভাইরাল হওয়ার পরে প্রশাসন কড়া পদক্ষেপ নিয়েছেন। ট্রেনটির লোকো পাইলট, টিকিট কালেক্টর, একজন সহকারী লোকো পাইলট ও দু জন গেট ম্যানকে অর্থাৎ পাঁচজনকে বরখাস্ত করা হয়েছে। অর্থাৎ একজনের কচুরি খাওয়ার মূল্য পাঁচ জনকে দিতে হলো।