সমুদ্রের ধারে দেখা মিলল ১৫ ফিট লম্বা ভেল শার্কের, সেলফি তুলতে ভিড় জমাল মানুষজন

অন্ধ্র প্রদেশের শ্রীকাকুলাম জেলার সমুদ্রের তীরে একটি তিমি হাঙরকে দেখা গিয়েছে। হাঙরটি ১৫ ফুট লম্বা ছিল। এলাকার কাছে সাগরে এই তিমি হাঙরটির সাথে সেলফি তোলার জন্য অনেক মানুষ ভিড় জমাচ্ছেন। কিছুক্ষণ পর হাঙরটি সমুর্দ্রে চলে যায়। স্থানীয় লোকজনরা জানিয়েছেন, তারা এত বড় তিমি হাঙর আগে কোনদিন দেখেননি।

আগের বছর অর্থাৎ ২০২১ সালের ডিসেম্বরে বিশাখাপত্তনমের তানতাদি সমুদ্র সৈকতে তিমি হাঙর দেখা গিয়েছিল। স্থানীয় কয়েজন জেলের জালে আটকে পড়েছিল তিমি হাঙরটি। এটি ১৫ ফুট লম্বা ছিল। জেলেরা হাঙরটিকে আবার সমুর্দ্রে ছেড়ে দিয়েছিল। জেল বন কর্মকর্তা অনন্ত শংকর র বিষয়ে বলেছিলেন,

‘বন বিভাগ, জেলে ও বন্যপ্রাণী সংরক্ষণকারীদের অসামান্য সমন্বয় ও সহযোগিতার দ্বারা ২ টন ওজনের একটি তিমি হাঙরকে আবার সমুদ্রে ফেরত পাঠানো হয়েছে।’ এর আগে ২০২১ সালেই মার্চ মাসে ওরিশা জেলেরা দুবার তিমি হাঙর উদ্ধার করেছিল। আপনাদের হয়ত জানা নেই, ওড়িশার উপকূল কচ্ছপ ও তিমি হাঙরদের মত সামুদ্রিক প্রাণীরা বেশি থাকে। সাগরের বৃহত্তম মাছ বলা হয় ডটেড হোয়েল।

মাছ ধরার ভাষায় তিমি হাঙরকে বলা হয়ে থাকে ‘জেন্টাল জায়ান্ট’। ১৯৭২ সালের বন্যপ্রাণী সুরক্ষা আইন অনুসারে তিমি হাঙরকে বলা হয়ে থাকে সংরক্ষিত প্রজাতি। এই প্রজাতিকে আন্তর্জাতিক ইউনিয়নের লাল তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। এই তিমি হাঙরকে বলা হয়ে থাকে ‘ফিল্টার ফিডার হাঙর’। এরা সামুদ্রিক জল ফিল্টার করে। এরা খাদ্য হিসেবে ছোট ছোট প্ল্যাংকটন কে থাকে। তবে এরা মাংস খায় না।