গুগলের চ্যালেঞ্জ স্বীকার করল ভারতীয় ছাত্র, বড়োসড়ো ভুল ধরিয়ে জিতে নিলেন পুরস্কার

গোটা বিশ্ব জুড়ে ছড়ানো এই মায়া জাল। ইন্টারনেট পরিষেবা মানুষের শারীরিক অঙ্গের মত জরুরী হয়ে দাঁড়িয়েছে। সাধারণ মানুষ থেকে বড় বড় সেলিব্রিটি প্রত্যেকের “গুগল” (Google) এর সাথে নিবিড় সম্পর্ক রয়েছে। গুগল সর্বদা সঠিক তথ্যই প্রদান করে বলে জানা যায়। কিন্তু গুগল-এর ও একটি ভুল খুঁজে বের করেছেন বিহারের এই প্রতিভা। এবং গুগল সেটা স্বীকারও করেছেন।

বিহারের প্রতিভাকে সবাই লৌহ মনে করে। এখন গুগলও সেটা মেনে নিয়েছে। বিহারের একটি ছেলে গুগল একটি ভুল খুঁজে পেয়েছে। স্বয়ং গুগল কর্তৃপক্ষ বিহারের এই ছেলেটির প্রশংসা করেছেন এবং তাকে “হল অফ ফেম অ্যাওয়ার্ড” দিয়েছেন। সবচেয়ে বড় সার্চিং সাইট গুগলের ভুল খুঁজে পেয়েছেন বিহারের ‘বেগুসরাইয়ের’ এক ছাত্র। তিনি গুগলে এই তথ্য পাঠালে গুগলও স্বীকার করে যে তার সাইটে একটা বড় ধরনের ভুল ছিল।

যে কোনো ব্ল্যাক হ্যাট হ্যাকার এর সুবিধা নিতে পারে। এর পরে গুগল ছাত্রটির প্রশংসা করেছেন এবং তার গবেষকের তালিকায় নাম রেখে তাকে গুগল ‘হল অফ ফেম অ্যাওয়ার্ড’ দিয়েছেন। স্বীকৃতিমূলক এই কাজটি করেছেন “ঋতুরাজ চৌধুরী” আই.আই.টি(IIT) মণিপুর, বেগুসরাইয়ের বি.টেকের দ্বিতীয় বর্ষের ছাত্র। IIT মনিপুরে B.Tech করা ঋতুরাজ আলাদাভাবে সাইবার সিকিউরিটি নিয়ে গবেষণা করছেন।

‘ঋতুরাজ’ জানান, গুগল সবচেয়ে বড় সার্চ সাইবার সাইট, কিন্তু ব্ল্যাক হ্যাট হ্যাকাররা তার সাইটে কোনোভাবে আক্রমণ করতে পারে। তিনি এটি খুঁজে পেয়েছেন এবং এটি গুগলকে জানিয়েছেন। এরপর প্রতিষ্ঠানটি (Google) এটির সংশোধন করেছেন। ছোটবেলা থেকেই সাইবার নিরাপত্তার প্রতি বিশেষ আগ্রহ ছিল ঋতুরাজের। তিনি বলেন, খারাপ হ্যাকারদের ব্ল্যাক হ্যাট বলা হয়ে থাকে। সাইবার সাইডের গুরুত্বপূর্ণ কাজটি করতে পেরে ঋতু নিজেকেও অনেক গর্বিত বোধ করছেন।