ধোনির কারণে টেনশনে পড়েছিলেন লতা মঙ্গেশকর, টুইট করে করেছিলেন এমন বিনম্র অনুরোধ

বহু দশক ধরে তাঁর সুরেলা কন্ঠ দিয়ে দেশের মানুষদের হৃদয় রাজত্ব করা লতা মঙ্গেশকর মারা গেছেন। তিনি ৯২ বছর বয়সে পৃথিবীকে বিদায় জানালেন। তাকে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। চিকিৎসকদেরর তত্ত্বাবধানে আইসিইউতে ভর্তি ছিলেন। তবে তাঁর স্বাস্থ্যের উন্নতি কিছুতেই হচ্ছিল না। তাকে কয়েকদিনের মধ্যেই ভেন্টিলেশনে নেওয়া হয়। পরে অবশ্য ভেন্টিলেশন থেকে তাঁকে সরিয়ে নেওয়া হয়েছিল।

তবে আজ সকালে তিনি সবাইকে ছেড়ে চলে গেলেন। তাঁর মৃত্যুটা সঙ্গীত জগত থেকে শুরু করে তাঁর ভক্তদের যথেষ্ট নাড়া দিয়েছে। অনেকে বিশ্বাসই করতে পারছেন না, যে তিনি আর নেই। তাঁর মৃত্যুতে ক্রিকেটজগতও শোকাহত। ক্রিকেটের প্রতি তাঁর ভালোবাসা এবং অনুরাগ কারোরই অজানা নয়। বিশ্বকাপে ভারতীয় দল যখন জিতে ছিল। তখন লতা মঙ্গেশকর বিশেষ কনসার্ট করে খেলোয়াড়দের জন্য অর্থ সংগ্রহ করেছিল। একইসঙ্গে শচীন টেন্ডুলকারের প্রতি তার ভালোবাসা ও স্নেহ সেটা সবারই জানা।
লতা মঙ্গেশকরের মৃত্যুর খবর পেয়ে খেলোয়াড়রা গভীরভাবে শোকাহত। যখন মহেন্দ্র সিং ধোনি খেলার জগত থেকে অবসর নিচ্ছিলেন, তখন লতা মঙ্গেশকর খুবই দুঃখ পেয়েছিলেন। তিনি ধোনিকে টুইট করে লিখেছিলেন, ধোনি অবসর না নেয়। আসলে ভারতীয় দল বিশ্বকাপ থেকে বাদ গিয়েছিল, এরপর ধোনি অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। এই কথা লতা মঙ্গেশকারের কানে যেতেই তিনি একটি টুইট করেন, এতে তিনি ধোনিকে অবসর নিতে বারণ করেন।
লতা মঙ্গেশকার টুইটে লিখেছেন, ‘প্রিয় ধোনি জি আজ শুনছি, আপনি অবসর নিতে চাইছেন। অনুগ্রহ করে তা করবেন না। দেশের জন্য আপনাকে খেলতে হবে। এটা আমার অনুরোধ, আপনি অবসরের চিন্তা মাথায় আনবেন না।’ লতা মঙ্গেশকার ৫ হাজারেরও বেশি গানে কণ্ঠ দিয়েছেন। মধুবালা চরিত্রে প্রিয়াঙ্কা চোপড়াকে কণ্ঠ দিয়েছিলেন লতা মঙ্গেশকর।