চাকরি ছেড়ে ৩ লক্ষ টাকা দিয়ে শুরু করেছিলেন ব্যাবসা, দুর্দান্ত আইডিয়ার দরুন আজ ৫০ কোটির সাম্রাজ্য

অনেক মধ্যবিত্ত পরিবারের ছেলেমেয়েরা একটা ভালো ইনস্টিটিউশন থেকে পড়াশোনা করার পর চাকরী পেয়ে বাকি জীবনটা সেই চাকরীটাকেই একমাত্র কর্ম মেনে জীবন অতিবাহিত করে। কিন্তু সেখানেই কিছু কিছু মানুষ এমনও আছে যারা চাকরি ত্যাগ করে সমাজের জন্য কাজ করতে চাই। এরকমই দুই বোন হচ্ছে সুজাতা ও তানিয়া।

এই দুই বোন মধ্যবিত্ত পরিবারের মেয়ে। তাদের বাবা রেলওয়ে পুলিশে চাকরি করতেন। ইঞ্জিনিয়ারিং পাশ করার পর তানিয়া আই বি এমে এবং সুজাতা এস এস আর স্টীলে চাকরি করতেন। তাদের কর্মজীবন ভালই চলছিল। কিন্তু যদিও তাদের মধ্যে উদ্যমতার বীজ সুপ্ত ছিল। তারা একসময় চাকরি ছেড়ে দেন এবং নিজের ব্যবসা করার কথা ভাবেন।

ছোটবেলা থেকেই তাদের শাড়ির প্রতি বিশেষ আগ্রহ ছিল। তাই তারা সারা ভারত জুড়ে তাঁতের শাড়ির ব্যবসা করার সিদ্ধান্ত নেন। কিন্তু এই ব্যবসা করাটা এতটাই সহজ ছিল না। কারণ এখন মেয়েদের মধ্যে শাড়ি পরার প্রবণতা অনেক কম। তাছাড়া তাদের কোম্পানির ব্র্যান্ডিংয়ের জন্য মডেল দরকার যা ছিল অনেক ব্যয়বহুল।

তারা নিজেদের ‘সুতা’ ব্র্যান্ডের মডেল নিজেই হয়ে উঠলেন এবং প্রচার করার জন্য তারা সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করলেন। মাত্র চার বছরে তাদের ‘সুতা’ ব্র্যান্ড একটি নামী ব্র্যান্ড রূপে আত্মপ্রকাশ করে। তিন লাখ টাকা ও দুটি তন্তুবায়ের এর সাহায্যে গড়ে ওঠা এই ব্র্যান্ডটি আজকে 1500 লোকের কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছে।

2019 সালে এই সুতা ব্র্যান্ডটি 13 কোটি টাকা আয় করেছে। গুরুত্বপূর্ণ ব্যাপারটি হচ্ছে এই সংস্থাটি তন্তুবায়দের মধ্যস্বত্বভোগীদের কাছ থেকে রক্ষা করেছে। তানিয়া ও সুজাতার গল্প থেকে আমরা জানতে পারি যে বড় কিছু করার জন্য জীবনের ঝুঁকি নিতে হয়। তারা যদি তাদের চাকরিটি না ছেড়ে দিতেন তাহলে আজ এত সাফল্য পেতেন না।