মৃত্যুর পর এত কোটির বিশাল সম্পত্তি রেখে গেলেন শেন ওয়ার্ন, জানুন কে পাবেন সম্পত্তির মালিকানা

বিগত দু’বছর যাবত মানুষ ‘করোনা’ মহামারীর মুখোমুখি হয়েছে, এবং বহু মানুষ প্রাণও হারিয়েছেন। চলতি বছরে (২০২২) বহু মহান ব্যক্তিত্বের মৃত্যুতে গোটা দেশে শোকের ছায়া এখনও বর্তমান। এই শোকের রেশ কাটতে না কাটতেই আবারও শোকাস্ত গোটা বিশ্ববাসি। প্রাপ্ত তথ্য অনুযায়ী, অস্ট্রেলিয়ার দুর্দান্ত স্পিন বোলার “শেন ওয়ার্ন” পরলোক গমন করেছেন। ক্রীড়া জগতের পাশাপাশি এই খবর তার ভক্তদেরও অনেক বড় ধাক্কা দিয়েছে।

৫২ বছর বয়সী এই ক্রিকেটার শারীরিক ভাবে খুবই ফিট ও স্ট্রং ছিলেন। বিশ্বে খ্যাতনামা ও বিশেষ মর্যাদা সম্পর্ণ ক্রিকেটারদের তালিকায় রয়েছে তার নাম। শেন ওয়ার্নকে সেরা স্পিনারদের মধ্যে একজন হিসেবে গণ্য করা হয়। এই মহান স্পিনার নিজের ছাপ রেখেগেছেন ক্রিকেটের ইতিহাসে। সেরা বল নিক্ষেপের রেকর্ডটিও রয়েছে শেন ওয়ার্নের নামে।

 

শেন ওয়ার্ন ১৯৯২ থেকে ২০০৭ সাল পর্যন্ত ক্রিকেট ময়দানে রাজত্ব করেছেন। টেস্ট ক্রিকেটে ১৪৫ টির বেশি ম্যাচে ৭০৮ টি উইকেট নিয়ে তার ক্যারিয়ারের ইতি টেনেছিলেন। অবসর নেওয়ার পর তাকে আই.পি.এল ম্যাচ খেলতে দেখা গিয়েছিলো। শেন ওয়ার্ন এর অধিনায়কত্বে “রাজস্থান রয়্যালস” কে ট্রফি জিতেছিলেন আই.পি.এল ম্যাচে।

ওয়ার্নের ব্যক্তিগত জীবনেও কিছু বিতর্ক ছিল বলে জানা যায়। তিনি দুটি বিয়েও করেছিলেন, প্রথম বিয়ে করেছিলেন ১৯৯৫ সালে। তার প্রথম বিবাহ ২০০৫ সাল পর্যন্ত টিকেছিলো এবং ৩ টি সন্তানও রয়েছে তার। সূত্রে খবর, ২০১৮ সালে তার বার্ষিক আয় ছিল প্রায় ২৯৮ কোটি টাকা, যেটা ২০১৯ সালে তা বেড়ে দাঁড়ায় ৩২৬ কোটি টাকা। এমনকি করোনা মহামারী আসার পরেও এই অভিজ্ঞ ক্রিকেটারের আয় বৃদ্ধি পেয়েছে এবং ২০২০ সালে তার আয় বেড়ে দাঁড়িয়েছে ৩৫৬ কোটি টাকা।