এক সময় যে হোটেলে ঝাড়ুদার এর কাজ করতেন বাবা আজ সেই হোটেলেরই মালিক হলেন ছেলে সুনীল শেট্টি

বলিউডে ৯০ দশকে একশন হিরো হিসেবে হিন্দি সিনেমা জগতে আত্মপ্রকাশ করেছিলেন অভিনেতা সুনীল শেঠি। তিনি অনেক সুপারহিট ছবিতে অভিনয় করেছেন। দর্শকরা তাঁকে বেশ পছন্দ করে। এখনও অবধি তিনি কোন সিনেমাতে অভিনয় করলে তাঁর ভক্তরা তাঁর সিনেমা দেখার জন্য সিনেমা হলে ভিড় জমান। তাঁর ফ্যান ফলওয়ার্সের সংখ্যা কম নয়।

তবে তাঁর এই খ্যাতি অর্জনের পিছনে সবথেকে বড় অবদান তাঁর বাবার। অভিনেতা জানিয়েছেন, তাঁর বাবা অনেক কষ্ট করে তাঁকে মানুষ করেছে। তাঁর বাবা মুম্বাই শহরের হোটেলে ঝাড়ুদার হিসেবে কাজ করতেন। তাঁর যখন ৯ বছর বয়স তিনি তাঁর বাবার সঙ্গে প্রথম মুম্বাই শহরে এসেছিলেন।

তাঁর বাবাই তাঁকে শিখিয়েছে, কোন কাজ বড় হোক বা ছোট হোক, সেটা করতে গিয়ে কখনোই লজ্জা প্রকাশ করতে না। প্রত্যেকটি কাজের জন্য সবসময় গর্ববোধ করা উচিত। কারণ কঠোর পরিশ্রম করেই তবে টাকা উপার্জন করতে পারছেন। অভিনেত্রী কারিশমা সুনীলের বাবার সাথে দেখা করেছিলেন।তিনি সবাইকে জানিয়েও ছিলেন- তাঁর বাবা খুবই কৌতূহলোদ্দীপক এবং সদয় মনের মানুষ। তাঁর ছেলের শুটিং তিনি খুবই গর্ববোধের সাথে দেখতেন।

তবে আজ সুনীল শেঠির কাছে টাকা পয়সার কিছুরই অভাব নেই। তিনি সম্মান অর্জনের সাথে সাথে প্রচুর অর্থ উপার্জন করেছেন তাঁর জীবনে। তাঁর বাবা যে হোটেল গুলোতে ঝাড়ুদার হিসেবে কাজ করতেন, সেইসব হোটেলগুলো তিনি কিনে নিয়েছেন। তিনি যথেষ্ট বিলাসবহুল জীবনযাপন করেন।