সূরাপ্রেমীরা পেল বড়ো উপহার, মদ কেনার জন্য থাকছে না কোনো বিধি নিষেধ

গত দু’বছরে কোভিড পরিস্থিতিতে অভিজ্ঞতা কম বেশি সবারই আছে। কিন্তু এখনও পর্যন্ত অনেক মানুষই সচেতন নয়। কোন অনুষ্ঠান উৎসব হলেই লাগামছাড়া মনোভাব দেখা যায়। কয়েক দিন আগেই ক্রিসমাস উৎসব উপলক্ষে মানুষের উপচে পড়া ভিড়ের লক্ষণ দেখেই বোঝা যাচ্ছিল কিছু মানুষ সচেতন এখনো অব্দি হননি। না তাদের মুখে মাস্ক আছে, না কোভিড বিধির কোনো সুরক্ষার প্রটোকল তারা ফলো করছে।

 

বছর শেষ হতে না হতেই মানুষের লাগামছাড়া মনোভাবের ফলাফল হাতেনাতে পাওয়া যাচ্ছে। কোভিড আক্রান্তের সংখ্যা ব্যাপক হারে রাজ্যে বাড়ছে। গোটা দেশের মধ্যে কলকাতায় সবচেয়ে বেশি আক্রান্তের সংখ্যা। রাজ্য সরকার এবার কড়া বিধি-নিষেধ শুরু করে দিয়েছে। আজ থেকে লকডাউনের নিয়ম জারি হয়ে গিয়েছে। এই নিয়ম আপাতত ১৫ই জানুয়ারি অবধি থাকবে।

স্কুল-কলেজ বন্ধ থাকবে। সেলুন, বিউটি পার্লার বন্ধ থাকবে। সুইমিংপুলও আপাতত বন্ধ থাকছে। সরকারি অফিসের কর্মচারীরা ৫০ শতাংশ উপস্থিত থাকবে। বেসরকারি অফিস এর ক্ষেত্রেও একই নিয়ম থাকবে। work-from-home এর ওপর জোর দিতে হবে। লোকাল ট্রেন সন্ধ্যে ৭টা পর্যন্ত জারি থাকবে। লোকাল ট্রেন হোক বা মেট্রো নিয়ে ৫০ শতাংশ যাত্রী নিয়ে চলাচল করবে।

রাত ১০টা থেকে ভোর ৫টা অব্দি কার্ফু জারি থাকবে। রেস্তোরাঁ বা সিনেমা হলে ৫০ শতাংশ গ্রাহক নিয়ে খোলা থাকবে , তবে রাত্রি ১০ টা অবধি। বিয়ের বাড়ির অনুষ্ঠান বা অন্যান্য সামাজিক অনুষ্ঠান সমস্ত ক্ষেত্রে সর্বাধিক ৫০ জন উপস্থিত থাকবে। কোন সভা বা মিটিং থাকলে ৫০ শতাংশ নিয়ে কনফারেন্স করতে হবে। সমস্ত বিনোদন পার্ক, চিড়িয়াখানা পর্যটন কেন্দ্র বন্ধ থাকবে। সমস্ত সরকারি কর্মসূচি যেমন দুয়ারে প্রকল্প প্রমুখ বাতিল করা হয়েছে। তবে সূরা প্রেমীরা পানশালায় মদ খেতে পারবে বা মদ কিনেও নিয়ে যেতে পারবে এ ক্ষেত্রে কোনো বাঁধা নিষেদ নেই। তবে রাত ১০ টার মধ্যে। এই সমস্ত নিয়ম না মানলে শাস্তির পাশাপাশি জরিমানাও দিতে হতে পারে।