সাত সমুদ্র পেরিয়ে কাঁচা বাদাম গান পৌঁছে গেল বিদেশে, রিমিক্স করলেন বিদেশী সংগীত পরিচালক

সোশ্যাল মিডিয়ার যুগে কোন কিছু ভাইরাল হলে সেটা শুধু দেশে নয় বিদেশেও ছড়িয়ে পড়ে। সম্প্রতি বাদাম বিক্রেতা ভুবন বাদ্যকরের কাঁচা বাদাম গানটি ভাইরাল হয়েছিল। এরপর সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন পোস্টে এবং ভিডিওতে তার গানটি ব্যবহার করা হচ্ছিল। কিন্তু এর জন্য ভুবন বাবু কিছুই পাচ্ছিলেন না।

এরপর তিনি দ্বারস্থ হন পুলিশের কাছে। পুলিশের কাছে গিয়ে তিনি অভিযোগ করে তার গানটি সবাই কপিরাইট করছে, কিন্তু কেউ তাকে কোন অর্থ দিচ্ছে না। তিনি এটাও বলেন, তার গান ফেরত দেওয়া হোক অথবা তাঁকে অর্থ দেওয়া হোক। এরপর থেকে ভুবনবাবুকে অনেকে অর্থ সাহায্য করতে থাকেন। অনেক ইউটিউবরাও তার সাথে ভিডিও করে তারাও আবেদন করেন, যাতে ভুবন বাবুকে ন্যায্য পাওনা টুকু দেওয়া হয়।

এরপর রাজনীতি মন্ত্রীরাও তাঁর সাথে এসে দেখা করেন। সেলিব্রেটিরাও তাঁর সাথে দেখা করেন, তাঁকে আর্থিক ভবেও সাহায্য প্রদান করা হয়ে থাকে। এবার তার গান দেশ ছাড়িয়ে একদম আফ্রিকাতে পৌঁছে গেল। যদিও এর আগে বাংলাদেশের একটি মেয়ে, ভারতে এসে তার সাথে এই গানের ভিডিও বানিয়ে ছিলেন। মেয়েটি বাংলাদেশের জনপ্রিয় টিকটকার। কিন্তু এবার আফ্রিকার একজন পরিচালক, যার নাম ডেভিড স্কট, তিনি এই গানের নতুন একটি রিমিক্স বানিয়েছেন।

বিদেশিনী হয়ে গ্রাম বাংলার ভুবন বাবুর গানটি ড্রাম এবং বেস দিয়ে অভিনব প্রক্রিয়া গানটি রিমিক্স বানিয়েছেন। তিনি নিজে ইনস্টাগ্রামে গানটি আপলোড করেছেন। গানটি ইতিমধ্যে প্রচুর ভাইরাল হয়ে গিয়েছে। তিনি এটাও জানিয়েছেন গানটি থেকে যতটুকু উপার্জন হবে, তিনি পুরোটাই ভুবন বাবুকে দিয়ে দেবেন। এই রিমিক্স গানটি অফিশিয়াল ভাবে যাতে রিলিজ হয় সেটাও তিনি ব্যবস্থা করবেন।

https://www.instagram.com/thekiffness/tv/CXgKo-doVcQ/?utm_medium=copy_link