বাড়িতে করে রাখুন এই একটা মাত্র কাজ, ঘরের ধারে কাছে ঘিষবে না ইঁদুর

গণেশের বাহন হলেও, ঘরে ইঁদুর প্রবেশ করলে, তাঁর জ্বলায় অস্থির হয়ে ওঠেন মানুষজন। সর্বক্ষণ ভয়ে ভয়ে থাকতে হয়, এই বুঝি কোন জিনিস নষ্ট করে দিল। খাবার, বইখাতা কিম্বা জামাকাপড়, ইঁদুরের হাত থেকে কোন কিছুরই যেন নিস্তার নেই। অনেক সময় নানারকম কীটনাশক বাজারে কিনতে পাওয়া যায়, যা অনেকেই ব্যবহার করে থাকেন ইঁদুর মারার জন্য। কিন্তু অনেক সময় দেখা যায়, তা যেন ইঁদুরের গা সওয়া হয়ে গেছে। কীটনাশক খেয়েও দিব্যি বহাল তবিয়তে দাপিয়ে বেড়াচ্ছে ইঁদুর বাবাজি।

তবে চিন্তার কোন কারণ নেই, এমন কিছু ঘরোয়া টোটকা আছে, যা ব্যবহার করলে, সহজেই ইঁদুরের হাত থেকে মুক্তি পেয়ে যাবেন। দেখে নিন- ১) প্রথমেই আসে পেঁয়াজের রস- পেঁয়াজের রস যেমন মানুষের কাছে বেশ অসহ্যকর, তেমনই এই পেঁয়াজের রস ইঁদুরের কাছেও অসহ্যকর। তাই যদি একটি পাত্রে কিছুটা পরিমাণ পেঁয়াজের রস নিয়ে ঘরের এক কোণে রেখে দেন, তাহলে উপকার পাবেন হাতে নাতে।

২) রসুন- কয়েক কোয়া রসুন একটি পাত্রে জলের সঙ্গে মিশিয়ে রেখে দিন। তাহলে অ্যান্টি-মাইস কনককশন তৈরি হবে। এছাড়াও ঘরে প্রবেশের দরজার কোণায় কয়েক কোয়া রসুন ছড়িয়ে রেখেও উপকার পেতে পারেন। ৩) লঙ্কাগুঁড়ো- বাড়ির আশেপাশে ইঁদুরের গর্ত দেখতে পেলে, সেখানে কিছুটা লঙ্কাগুঁড়ো ছড়িয়ে দিন। দেখবেন আপনার বাড়ির ধারে কাছেও ঘেঁষবে না ইঁদুর।

৪)লবঙ্গ- লবঙ্গের ঝাঁজ আবার ইঁদুর একদম সহ্য করতে পারে না। তাই ইঁদুরের যাওয়ার সম্ভাব্য জায়গাগুলোতে, জামাকাপড়ের ভাঁজে কয়েকটা লবঙ্গ রেখে ফল দেখতে পারেন। ৫) বেকিং পাউডার- পেঁয়াজের রসের মত বেকিং পাউডারের গন্ধও সহ্য করতে পারন ইঁদুর। তাই ঘরের চারপাশে কিংবা ইঁদুর যে জায়গা দিয়ে প্রবেশ করছে, সেখানে বেকিং পাউডার ছড়িয়ে রাখুন। তাহলে উপকার পাবেন কদিনের মধ্যেই।