কেউ ডাক্তারি পাশ আবার কেউ শিক্ষক, দক্ষিণী তারকাদের শিক্ষাগত যোগ্যতা দেখে লজ্জা পাবে বলিউডের তারকারা

দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রি বেশ কিছু বছর হলো তারা তাদের জায়গা বলিউডের মতোই করে নিয়েছে। আজ বলিউড তারকাদের মতো দক্ষিণী তারকাদেরও সবাই চেনে। তাঁদের অভিনয়ের দক্ষতা এবং প্রতিভা দর্শকদের চোখে পড়ে। তবে তাদের শিক্ষাগত যোগ্যতার ব্যাপারে অনেকেই জানেন না। কেউ পড়াশোনা ছেড়ে অভিনয় জগতে এসেছেন বা কেউ ডাক্তার বা কেউ দশম শ্রেণি অবধি পড়াশুনা করেছে। জানুন তাদের শিক্ষাগত যোগ্যতা।

১. বিজয় দেরেরাকোন্ডা –

দক্ষিণী অভিনেতা বিজয় ‘অর্জুন রেড্ডি’ সিনেমাতে অভিনয় করে বেশ জনপ্রিয় হয়েছিলেন। তিনি পেশায় একজন ডক্টর। তিনি তার পড়াশোনা শেষ করেই অভিনয় জগতে আসেন।

 

২.ধনুষ-

বলিউড এবং তামিল ফিল্ম ইন্ডাস্ট্রিতে নিজের জায়গা করে নিয়েছেন ধনুষ। অভিনয়ের যে কোন চরিত্রে তাঁর অভিনয় প্রতিভা দর্শকদের মন ছুয়ে নিয়েছে। তবে তিনি দশম শ্রেণীর পড়াশোনা করে, পড়া ছেড়ে দিয়েছিলেন। তবে তাঁর বাবা ছিলেন একজন তামিল চিত্রনির্মাতা। ধনুষ হলেন রজনীকান্তের জামাই। অবশ্য তিনি কম্পিউটার সাইন্স নিয়ে উচ্চ শিক্ষায় স্নাতক হয়েছিলেন।

৩. সাই পল্লবী –

দক্ষিণী অভিনেত্রী সাই পল্লবী, তিনি তাঁর অভিনয়ের ধারা দর্শকদের মন ছুয়ে নিয়েছেন। মাত্র কয়েক বছর হয়েছে তিনি তাঁর অভিনয় জীবন শুরু করেছেন। তিনি ২০১৫ সালে প্রথম অভিনয় করেন। তিনি মেডিকেল সাইন্স নিয়ে পড়াশোনা করেছেন। যদিও তিনি এখন অভিনয়ের জগতে রয়েছেন।

৪. আল্লু অর্জুন-

দক্ষিণ ভারতের সুপারস্টার অভিনেতা হলেন আল্লু অর্জুন। এই অভিনেতা স্নাতক স্তর অব্দি পড়াশোনা শেষ করে, অভিনয় জগতে প্রবেশ করেছিলেন। তিনি হায়দ্রাবাদের এস এম আর কলেজ থেকে বিজনেস এডমিনিস্ট্রেশনের স্নাতক হয়েছিলেন।

৫. সামান্থা প্রভু-

আইটেম ডান্সএর জন্য জনপ্রিয় দক্ষিণী অভিনেত্রী হলেন সামান্থা প্রভু। তিনি একজন জনপ্রিয় অভিনেত্রী। তবে তিনি যথেষ্ট শিক্ষিত। তিনি ডিস্টিংশন পেয়ে বাণিজ্যে স্নাতক হয়েছিলেন।

 

৬. তামান্না ভাটিয়া –

দক্ষিণী সিনেমা জগতের জনপ্রিয় অভিনেত্রী তামান্না। তিনি বলিউডেও বেশ কিছু সিনেমাতে অভিনয় করেছেন। তিনি মাত্র ১৩ বছর বয়সে অভিনয় জগতে এসেছেন। তবে তিনি মুম্বাইয়ের ন্যাশনাল কলেজ থেকে স্নাতক হয়েছেন।