একের পর এক চাপ বাড়ছে বলিউডে, দক্ষিণী সিনেমা পুষ্পার দুর্দান্ত সাফল্যের পর এবার হিন্দিতে মুক্তি পেতে চলেছে রবি তেজার সিনেমা

দক্ষিণ সিনেমা কোন অংশে বলিউডের থেকে কম জনপ্রিয় হচ্ছে না। বরঞ্চ এক একটা সিনেমা বলিউড ইন্ডাস্ট্রিকে টেক্কা দিচ্ছে। কিছুদিন হলো ‘পুষ্পা’ ছবিটি বক্স-অফিসে মুক্তি পেয়েছিল। ছবিটি এত পরিমাণে বক্সঅফিসে কাঁপিয়েছে যা বক্সঅফিসের আগে সমস্ত আয়ের রেকর্ড ভেঙে দিয়েছে। ছবিটিতে প্রধান অভিনেতা হিসেবে দেখা গিয়েছিল আল্লু অর্জুনকে। তাঁর বেশিরভাগ সিনেমা সুপারহিট হয়ে থাকে, ‘পুষ্পা’ ছবিটিও তার ব্যতিক্রম নয়।

তবে আজ আল্লু অর্জুনের মতোই আরেক সুপারস্টার অভিনেতার কথা আজ আপনাদের জানাব। তিনি হলেন জনপ্রিয় তেলুগু সিনেমার অভিনেতা রবি তেজা। তিনিও বেশ কিছু ভালো ভালো ছবি অভিনয় করেছেন। তাঁর ছবিও বেশিরভাগ ক্ষেত্রে সুপারহিট হয়েছে। তাঁর শেষ মুভি ছিল ‘ক্র্যাক’। এরপর তিনি বেশ কিছুদিন বিরতি নিয়েছিলেন। তবে বিরতি শেষে এবার তাঁর আরও একটি মুভি আসতে চলেছে। মুভিটির নাম হল ‘খিলাড়ি’।

এই ছবিটিতে ডবল রোল করছেন রবি তেজা। এই সিনেমাটিও তেলেগু ভাষার পাশাপাশি হিন্দি ভাষায় মুক্তি পাবে। ছবিটি নিয়ে নির্মাতারা যথেষ্ট ব্যস্ত আছেন। তবে বলিউড ইন্ডাস্ট্রিতে চিন্তার ছাপ পড়েছে কারণ এখন দক্ষিণ সিনেমা বেশ ভালো রকমই মোকাবিলা করছে বলিউড ইন্ডাস্ট্রির সঙ্গে। শেষ কয়েক বছরের সমস্ত মুভির আয় রেকর্ডের থেকে অনেক বেশি হয়েছে ‘পুষ্পা’ ছবিটির আয়।

‘পুষ্পা’ ছবির সাথে বক্সঅফিসে চলছিল ‘স্পাইডার ম্যান’ এবং ’83’। তবে পুষ্পার সাথে কোনমতেই পেরে ওঠেনি। বরঞ্চচ পুষ্পা দর্শকদের মনে এক অন্য জায়গা করে নিয়েছে। দর্শকরা আল্লু অর্জুন এবং রশ্মিকা মান্দানার কেমিস্ট্রি দারুণ উপভোগ করেছেন। শুধু কেমিস্ট্রি নয় অ্যাকশন সিনগুলোও। তবে এখন যে দক্ষিণী সিনেমার জন্য বলিউডের চিন্তার ছাপ পড়েছে তা বলাই বাহুল্য।