বাড়িতে পিঁপড়ের উপদ্রব! স্বস্তি পেতে করুন এই ৫ টি ঘরোয়া উপায়

দেখতে দেখতে গ্রীষ্মকাল এসে গেলো। গরমে কম বেশি সবার বাড়িতে পিঁপড়ার উপদ্রব শুরু হয়। মিষ্টি জিনিসের গন্ধ পেলেই চলে আসে পিঁপড়ে। আপনার রান্না করা খাবারে অতিরিক্ত গরমে পিঁপড়ে হয়ে যায়। পিঁপড়ের হাত থেকে বাঁচার জন্য ক্যালসিয়াম কার্বনেটের চক ব্যবহার করা হয়ে থাকে। যা আপনার খাবারের জায়গায় আপনি ব্যবহার করতে পারবেন। তাছাড়াও ঘরোয়া উপায়ে থেকে মুক্তি পেতে পারেন পিঁপড়ের অত্যাচার। আসুন জেনে নিন উপায় গুলো।

১. নুন –

আপনার ঘরে পিঁপড়ে যে জায়গায় হচ্ছে, সেই জায়গায় আপনি নুন দিতে পারেন। নুন দিলে কিছুটা পিঁপড়ের হাত থেকে পরিত্রাণ পেতে পারেন।

২. লেবু –

পিঁপড়েরা লেবুর গন্ধ সহ্য করতে পারে না। তাই পিঁপড়ে যে জায়গায় হচ্ছে। সেই জায়গায় লেবুর রস দিয়ে দিন বা লেবুর খোসা রাখতে পারেন।

৩. কমলা লেবু –

ঘর থেকে পিঁপড়ে ধারাতে কমলালেবু কার্যকারী উপায়। এক কাপ উষ্ণ জলে কিছু কমলা লেবুর খোসা দিয়ে পেস্ট করুন। ওই পেস্ট পিঁপড়ের জায়গায় দিন। দেখবেন পিঁপড়ে ধারে কাছে আসবে না।

৪. ভিনেগার –

সাদা ভিনেগার এবং জল মিক্স করে স্প্রে বোতলে প্রথমে ভরুন। তারপর ওই বোতল দিয়ে স্প্রে করে পিঁপড়ের জায়গাগুলোতে দিয়ে দিন বা যেখানে খাবার রাখছেন তার আশেপাশে দিয়ে দিন। দেখবেন পিঁপড়ে আসবেনা।

এই ঘরোয়া উপায়গুলি ব্যবহার করলে পিঁপড়ের হাত থেকে রক্ষা পাওয়া যায়। তা ছাড়াও বাজারের কেনা চক দিয়ে পিঁপড়ে তাড়ানো যেতে পারে। তবে ঘরোয়া উপায়ে ব্যবহারের গুণাগুণ আপনারা নিজে ব্যবহার করে দেখে নিন।