বিপুল অঙ্কের টাকার জরিমানা রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার! বিপাকে চার বড় সংস্থা…

বিপুল অঙ্কের টাকার জরিমানার ফাঁপড়ে পড়লো চার সংস্থা, এদিন রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (Reserve Bank of India) সূত্রে এই বড় খবর মিলেছে। যে চারটি কোম্পানি এই তালিকায় আছে তাদের মধ্যে রয়েছে গেইল, ওএনজিসি বিদেশ লিমিটেড (OVL), ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন এবং অয়েল ইন্ডিয়া লিমিটেড। লেট সাবমিশন ফি হিসাবে সব মিলিয়ে প্রায় ২০০০ কোটি টাকা ধার্য্য করা হয়েছে।
আরো পড়ুনঃমহাভারতের ভীম কে মনে আছে? অভিনয় নয় এখন তিনিই একজন জনপ্রিয় কুস্তিগির, রইল ছবি…
তবে ঠিক কি কারণে আরবিআই তরফে এতো বড় সিদ্ধান্ত নেওয়া হল তা বুঝতে পারছেন না অনেকেই। রাতা রাতি চারটি বড় সংস্থাকে জরিমানা করার কারণে এই সংস্থার কর্মচারীরা ও বেশ চিন্তায় পড়েছেন। তবে মিন্টের এক প্রতিবেদন সূত্রে জানানো হয়েছে যে এই সকল কোম্পানি গুলি বিদেশে ঠিক কত পরিমান বিনিয়োগ করেছে তা জানায় নি আরবিআইকে। যার জেরেই এই বড় সিদ্ধান্তের পথে হেটেছে আরবিআই।
রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (Reserve Bank of India) র নেওয়া এই গুরুতর সিদ্ধান্তে যাতে কাজের দিক থেকে কোনো অসুবিধা না হয়। কর্মক্ষেত্রে কোনো ত্রুটি না হয় তার জন্য স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সঙ্গে যোগাযোগ রাখছে তেল মন্ত্রক। তবে তেল মন্ত্রকের জানিয়েছে এই সমস্যার জন্য স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াই দায়ী। কেননা যখন এই ধরনের বিনিয়োগ হয় তখন স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ারই উচিত এই বিষয়ে আরবিআইকে জানানো। কিন্তু এমনটা না হওয়ার কারণেই এই অভিযোগ উঠেছে। সাথে প্রতি কোম্পানী পিছু পাঁচশো কোটি টাকা জরিমানা দেওয়ার অবস্থা তৈরি হয়েছে। এই যুগে দাঁড়িয়ে প্রতি কোম্পানী পিছু এই মোটা অঙ্কের টাকা কিন্তু কম কিছু নয়।
আসলে এই পাবলিক সেক্টর আন্ডারটেকিংসদের অনুমোদিত ডিলার স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। তাই এসবিআই ই জানায় আরবিআইকে যে কোন খাতে বিদেশে টাকা বিনিয়োগ করা হয়। এক কথায় বিদেশে টাকা বিনিয়োগের যাবতীয় তথ্বিয তারাই দেয় । কিন্তু এমনটা না হওয়ায় আজ এই অবস্থা। অন্যদিকে এই জরিমানা নিয়ে এই সংস্থাগুলিও খুব সমস্যায় পড়ে গিয়েছে।