সমুদ্রের ধারে দৈত্যাকার সীল মাছ! অবাক করা ভিডিও মুহূর্তেই ভাইরাল হল নেট পাড়ায়

সোশ্যাল মিডিয়া (Social Media) এমন একটি প্ল্যাটফর্ম যার মাধ্যমে আপনি ঘরে বসে পৃথিবীর (World) যে কোনো প্রান্তের অজানা জিনিস দেখতে পাবেন। এই বৃহৎ পৃথিবীতে কতই না বিচিত্র প্রানী রয়েছে, তার মধ্যে কিছু কিছু জানতে পারলেও বেশীরভাগই কিন্তু আমদের কাছে অজানা। বিশেষত সমুদ্রের গভীরে থাকা জলজ প্রানী। ছোট থেকে বড় অসংখ্য জলজ প্রানীগুলি কখনো কখনো ডিসকভারি চ্যানেলের মাধ্যমে আমাদের জানান দেয়, তারাও এই পৃথিবীর অংশ। কিন্তু এই বিরাট বিরাট সমুদ্রে এমন কিছু বড় এবং হিংস্র প্রানীও আছে। যা আমাদের জন্য যথেষ্ট চিন্তার কারণ হতে পারে। তাই পৃথিবীর এমন অনেক সমুদ্র আছে যেখানে নামতে নিষেধাজ্ঞা জারি করা হয়। সম্প্রতি এরকমই একটা ভিডিও প্রকাশ্যে এসেছে যেখানে দেখা যাচ্ছে সমুদ্রের পাড়ে রয়েছে একটা বিশাল সীল মাছ।

আরো পড়ুনঃ মিষ্টি হাসির পেছনে লুকিয়ে রয়েছে নানা দুঃখের গল্প! দেখুন তো ছবিতে থাকা অভিনেত্রীকে চিনতে পারেন কিনা?

সোশ্যাল মিডিয়া (Social Media) এ ভাইরাল হওয়া এই দৈত্যাকার সিলের এই ভিডিওটি এখন নেট পাড়ায় ঘুরপাক খাচ্ছে। তার এই বিশাল আকৃতির দেহ দেখে অনেকেই মনে করছেন এতো বড় সীল মাছও হতে পারে। তবে সমুদ্রের পাড়ে এই সীল মাছটির পাশাপাশি বেশ কয়েকটি পেঙ্গুইনও দেখা গিয়েছে।  জানা গিয়েছে এই সিলের ওজন প্রায় দুই টনেরও বেশি। কিন্তু এই মাছটি ঠিক কোথা থেকে এলো জানেন না কেউই।

a giant sil fish video went viral

অনেকেই মনে করছেন মাছটি হয়তো বহু বছর ধরেই এখানে থাকে। আবার অনেকে মনে করছেন যে আকারে ই হয়তো এই মাছটি বড় আর তেমন কিছু নয়। নেট মাধ্যমে এই ভিডিও ভাইরাল হতে না হতেই প্রায় ৭০ হাজারের বেশী লাইক পেয়েছে এই ভিডিও। এমনকি ভিডিওটি অনেকে শেয়ার করেছেন।

 এই আশ্চর্যজনক প্রাণীটিকে দেখে কমেন্ট সেকশনে অনেকে তাদের মতামতও দিচ্ছেন। একজন ব্যবহারকারী লিখেছেন, ‘এটি একটি হাতি সীল, প্রাপ্তবয়স্করা ২ টন পর্যন্ত ওজনের হতে পারে।’ অপরজন লিখেছেন,  ‘এটি একটি সামুদ্রিক সিংহ, সেইজন্য লোকেরা তারঅন্তত ৩০-৫০ মিটার পিছনে রয়েছে।’ আরেকজন লিখেছেন, ‘আমি দেখেই ভয় পাচ্ছি।’