Jio নিয়ে এল নতুন সুবিধা, এবার থেকে বন্ধ হবে না আর ইনকামিং-আউটগোয়িং! অটোমেটিক হয়ে যাবে রিচার্জ

সম্প্রতি জিও সংস্থা নিয়ে এলো দুর্দান্ত একটি অফার। জিও এবার হাত মিলিয়েছে ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া সাথে। এখন থেকে জিও ট্যারিফ প্ল্যানগুলি UPIএর সাহায্যে Auto Pay হয়ে যাবে। জিওর ব্যবহারকারীরা এখন অতি সহজে এই পরিষেবা পেয়ে যাবেন। প্রতিমাসে জিও রিচার্জ শেষ হলে অথবা আপনার জিও রিচার্জ ভ্যালিডিটি শেষ হয়ে গেলে আগে থেকে জিওর গ্রাহকরা রিচার্জের জন্য পেমেন্ট করতে সক্ষম হবেন।

কারণ জিও ব্যবহারকারীরা নির্বাচিত ট্যারিফ প্ল্যানটি সেট করা তারিখে অটো রিনিউ হয়ে যাবে। গত বেস্পতিবার ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া তরফ থেকে জানিয়েছে, My Jio Appএ Auto Pay এসে গেছে। গত বছর Jioতে NCPI দ্বারা চালু করা ই-ম্যান্ডেট ফিচারটি মানিয়ে নেওয়ার ক্ষেত্রে প্রথম টেলিকম অপারেটর জিও সংস্থা। জিও গ্রাহকদের বিভিন্ন ট্যারিফ প্ল্যানের জন্য UPI অ্যাপ ব্যবহার করে My Jio Appএ স্ট্যান্ডিং ইনস্ট্রাকশন সেট করার সুযোগ পাবেন।

RBI গাইডলাইন অনুসারে, গ্রাহকরা যদি ৫০০০ টাকা পর্যন্ত লেনদেন করেন তাহলে UPI পিন ব্যবহার করতে হবে না। ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশনের তরফ থেকে জানানো হয়েছে, UPIএর মাধ্যমে গ্রাহকরা তাদের প্রয়োজন মতো ট্যারিফ প্ল্যানের জন্য e-mandate তৈরি বা পরিবর্তন বাড়াতে সক্ষম হবেন।

গত বছর অক্টোবর মাস থেকে ভারতীয় রিজার্ভ ব্যাংকের অটো-ডেবিট লেনদেনের স্ট্যান্ডার্ড কার্ড সংশোধন হয়েছে। ইউজাররা অনলাইনে সাবস্ক্রিপশন বা রেগুলার পেমেন্টএর জন্য তাদের ইন্সুরেন্স প্রিমিয়াম রেন্ট, ইউটিলিটি বিল বা সিস্টেমেটিক ইনভেসমেন্ট প্ল্যানস ব্যবহার করে তাদের পেমেন্ট ব্যবস্থাকে রি-অথেন্টিক করতে হবে। কেন্দ্রীয় ব্যাংকের সুপারিশ অনুসারে, গ্রাহকদের অবশ্যই ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড এবং পেমেন্ট ইন্সট্রুমেন্ট দিয়ে করা সমস্ত রেকারিং পেমেন্ট অ্যাডিশনাল ফ্যাক্টর অথেনটিকেশন ব্যবহার করার সুযোগ মিলবে।