জহর মডেল: মাঠে নয়, বস্তায় ফলানো যাবে ফসল, আসবে মোটা টাকার মুনাফা

কৃষিপ্রধান দেশ হিসেবে প্রথম স্থানেই রয়েছে ভারত। এছাড়াও অন্যান্য ক্ষেত্রে গোটা বিশ্বে ছাড়িয়ে আছে ভারতের নাম।যে দেশে বহু প্রকারের ফসল (শস্য, ফল) চাষ করা হয়ে থাকে। প্রত্যেক কৃষকেরই চাষাবাদের জন্য নিজেস্ব জমি থাকা খুবই জরুরী, যদিও কিছু কৃষক মাঠ ভাড়া বা লিজ নিয়ে তাতে ফসল চাষ করে থাকেন।

আজ আমরা আপনাকে এমন একটি কৌশল (জওহর মডেল ফার্মিং) সম্পর্কে বলতে যাচ্ছি, যা ব্যবহার করে জমি বা ক্ষেত ছাড়াও ফসল চাষ করা সম্ভব। এই অনন্য কৌশলটির নাম দেওয়া হয়েছে “জওহর মডেল”। এই কৌশল কৃষিক্ষেত্রে কৃষকদের খুবই সহয়তা করতে চলেছে।

এই নতুন প্রযুক্তি বিকাশের কৃতিত্ব শুধুমাত্র মধ্যপ্রদেশের জবলপুরে অবস্থিত “জওহরলাল নেহরু” কৃষি বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীদের। যারা বস্তার মধ্যে বিভিন্ন রকমের ফসল ফলাতে সফল হয়েছেন। বিজ্ঞানীরা মনে করেন যে, জওহর মডেলের মাধ্যমে ক্ষুদ্র কৃষকদের চাষে সহায়তা হতে পারে।

জওহরলাল নেহেরু কৃষি বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা বলছেন, এই নতুন প্রযুক্তিতে হলুদের মতো ফসলও ব্যাপকহারে ফলানো যেতে পারে। পরীক্ষা করার জন্য জওহর মডেলের মাধ্যমে প্রায় ৫০ গ্রাম হলুদের বীজ একটি বস্তায় রোপণ করা হয়, যা থেকে ৬ মাসের মধ্যে ২ থেকে ৩ কেজি পরিমান হলুদের ফলন দেখা যায়।

হলুদের পাশাপাশি জওহর মডেলের মাধ্যমে ডালের ফলনও অনেক বাড়ানো যেতে পারে। যে সকল কৃষকদের কাছে বেশি জমি নেই বা অল্প জমি লিজ নিয়ে চাষ করেন, তাদের কাছে এই অভিনব কৌশলটি খুবই কার্যকারি।