বক্স অফিসে মুখ থুবড়ে পড়ল ’83’, বকেয়া পারিশ্রমিক নিতে চান না রণবীর!

বলিউড জগতে জনপ্রিয় অভিনেতা দের মধ্যে একজন হলেন রণবীর সিং। তিনি ‘ব্যান্ড বাজা বরাত’ ছবির মধ্যে দিয়ে চলচ্চিত্র জগতে প্রবেশ করেন। এরপর তিনি বলিউডে অনেক অনেক ভালো ছবিতে অভিনয় করেছেন। তবে সম্প্রতি তার ‘এইট্রি থ্রি (83)’ ছবিটি মুক্তি পেয়েছে। কিন্তু মুভিটি বক্সঅফিসে একদমই চলেনি, এর ফলে আর্থিক ক্ষতির মুখে পড়েছেন ছবির নির্মাণ কারীরা।

ছবিটিতে ভারতের বিশ্বকাপ জয়ের গল্প যেমন দেখানো হয়েছে, তেমনি কপিল দেবের চরিত্র নিয়েও দেখানো হয়েছে। কপিল দেবের চরিত্রে অভিনয় করেছেন রণবীর সিং এবং কপিল দেবের স্ত্রীয়ের চরিত্রে অভিনয় করেছেন দীপিকা পাডুকোন। ছবিটির ট্রেলার মুক্তি পাওয়ার পর ছবিটি নিয়ে সমালোচকরা প্রশংসা প্রচুর করেছিল। কিন্তু বক্সঅফিসে ছবিটি মুক্তি পাওয়ার পর ছবিটি সেরকমভাবে সিনেমা হলে চলেনি বা দর্শকরা সেভাবে পছন্দ করেননি।

এর ফলে ছবির প্রযোজকরা আর্থিক ক্ষতির মুখোমুখি পড়েন। ছবির টিমের মধ্যে একে অপরকে দোষারোপ দেওয়া শুরু হয়েছে। কারোর মতে বিশ্বকাপ জয়ের ফিকশেনের বদলে ডকুমেন্টারি দেখানো হয়েছে। কেউ কেউ অভিযোগ করেছেন, তারা ছবিটি তৈরি হওয়ার সময় যে সাজেশন দিয়েছিলেন সেটা মানেননি পরিচালকরা। ভারতে অনেক বড় বড় স্টেডিয়ামে শুটিং করা হয়েছে এর ফলে অনেক খরচও হয়েছে।

তবে রণবীর সিং তিনি মানবিকতার পরিচয় দিয়েছেন এক্ষেত্রে। আসলে তিনি ছবির পারিশ্রমিক বেশিরভাগই নেননি এখন অব্দি। তাই তিনি জানিয়েছেন যে বকেয়া পারিশ্রমিক তিনি আর নেবেন না। আসলে প্রযোজকরা যে আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছেন, সেখান থেকে তাঁদের একটু স্বস্তি দিতে তিনি এরম সিদ্ধান্ত নিয়েছেন। ’83’ ছবির বদলে বক্সঅফিসে জায়গা করে নিয়েছে ‘স্পাইডারম্যান’ এবং ‘পুষ্পা’ ছবিটি।