ছিল না সংসার চালানোর টাকা পর্যন্ত স্ত্রী নিয়েছিল সংসারের দায়ভার তারপর এইভাবে বদলে যায় পঙ্কজ ত্রিপাঠির জীবন

সফলতার পেছনে প্রচুর কঠোর পরিশ্রম থাকে। একজন মানুষ তাঁর জীবনে সফল হতে গেলে তাকে অবশ্যই একাগ্রতা এবং সংগ্রাম করতেই হবে। আজ তেমনি এক অভিনেতার কথা আপনাদের জানাবো, যে জীবনে প্রচুর পরিশ্রম এবং সংগ্রাম করে তিনি তাঁর জায়গায় পৌঁছেছেন। তিনি হলেন আর কেউ নন, অভিনেতা পঙ্কজ ত্রিপাঠি (Pankaj Tripathi)

হিন্দি সিনেমায় রাজত্ব করছেন অভিনেতা পঙ্কজ ত্রিপাঠি। তিনি একজন দক্ষ অভিনেতা। তিনি বলিউডে অনেক হিট ছবিতে কাজ করেছেন। তাঁর দীর্ঘ চলচ্চিত্র ক্যারিয়ারে তাঁকে পার্শ্ব চরিত্রে দেখা যায়। তাঁর জনপ্রিয়তা কোন প্রধান শিল্পীর চেয়ে কম নয়। তিনি একটি আলাদা পরিচয় তৈরি করেছেন হিন্দি সিনেমা জগতে। তবে তিনি আজ যে তাঁর পরিচয় বানিয়েছেন, তা বানানো তাঁর জন্য সহজ ছিল না। তাঁকে অনেক সংগ্রামের মুখোমুখি দাঁড়াতে হয়েছে। সফলতা তাঁর কাছে সহজে আসে নি।

তিনি ১৯৭৬ সালে, ৫ই সেপ্টেম্বর জন্মগ্রহণ করেছিলেন। তিনি বিহারের একটি ছোট গ্রামের বাসিন্দা ছিলেন। বর্তমানে তিনি মুম্বাই শহরে থাকেন। তাঁর বয়স এখন ৪৪ বছর। তবে একটা সময় তিনি মুম্বাইয়ের রাস্তায় ঘুরে বেড়াতেন অভিনয় কাজের জন্য। তিনি লোকেদের বলতেন, কিছু অভিনয়ের জন্য কাজ দিন। এমনও দিন গেছে পরিচালকের গাড়ি পার্কিং লটে তিনি ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেছেন। তিনি বলেছেন, ‘২০০৪ সাল থেকে ২০১০ সালের’ মধ্যে কিছুই উপার্জন করিনি। তখন আমার স্ত্রী আমার বাড়ি যাবতীয় খরচ বহন করেছে। তখন আমি শুধু কাজ খুঁজতাম অভিনয়ের।

তিনি ‘গ্যাংস অফ ওয়াসেপুর’, ‘বরেলি কি বরফি’, ‘লুক চুপি’, ‘নিউটন‘ প্রভৃতি সিনেমায় পার্শ্ব চরিত্রে অভিনয় করলেও দর্শকরা তাঁর অভিনয়ের প্রতিভা দেখেছেন। তিনি ওয়েবসিরিজ ‘মির্জাপুরে’ও অভিনয় করেছেন। গত মাসে ‘মিমি’ ছবি মুক্তি পেয়েছে। সেই ছবিতে কৃতি স্যাননের সঙ্গে তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা গিয়েছে। এই ছবিতে তাঁর কাজ বেশ প্রশংসিত হয়েছে। এই ছবির জন্য তিনি জাতীয় পুরস্কারে সম্মানিত হয়েছেন।