DDLJ এর রাজ থেকে মিস্টার ইন্ডিয়ার মোগ্যাম্বো, হিন্দি সিনেমার এই ৫ টি চরিত্রকে ভুলবে না কেউই

বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে একাধিক প্রতিভাবান শিল্পী রয়েছেন। যারা প্রতিটি চরিত্রে তাদের দুর্দান্ত অভিনয় দিয়ে দর্শকদের মন জিতে নিয়েছেন। বলিউডের এমন অনেক চরিত্র রয়েছে, যারা মানুষের অগাধ ভালোবাসা পেয়েছেন। আজ আপনাদের এমন কিছু জনপ্রিয় চরিত্রের কথা বলব, যা এখনো মানুষের হৃদয়ের মাঝে রয়েছে। চলুন জেনে নেয়া যাক কোন কোন চরিত্র রয়েছে।

১. শাহরুখ খান এবং কাজল –

Dilwale Dulhania Le Jayenge (DDLJ)

বলিউডের জনপ্রিয় ছবি ‘দিলওয়ালে দুলহানিয়া লে যাহেঙ্গা’ মুভিতে শাহরুখ খান এবং কাজলকে প্রধান ভূমিকায় দেখা গিয়েছিল। মুভিতে দুজনের চরিত্রের নাম ছিল রাজ এবং সিমরান। ছবিটি ব্যাপক পরিমাণ জনপ্রিয় হয়েছিল। ছবির এই দুটি চরিত্রকে মানুষ এখনো মনে রেখেছে। ছবিটি মুক্তি পেয়েছিল ১৯৯৫ সালে ২০ই অক্টোবর।

২. অমিতাভ বচ্চন –

শতাব্দী মেগাস্টার আমিতাভ বচ্চন চলচ্চিত্র তাঁর জীবনে অনেক সুপারহিট চরিত্রে অভিনয় করেছেন। তবে অমিতাভ বচ্চনের ‘অগ্নিপথ’ ছবিতে তার যে চরিত্রটি ছিল অর্থাৎ বিজয় দীননাথ চৌহানের, সেই চরিত্রটি খুবই জনপ্রিয় হয়েছিল। আজও মানুষ সেই চরিত্রটি ভুলতে পারেননি।

৩. সঞ্জয় দত্ত –

 

বলিউডের সুপারহিট অভিনেতা হলেন সঞ্জয় দত্ত। তিনি ইন্ডাস্ট্রিতে অন্যতম প্রবীণ অভিনেতা। তিনি তাঁর ক্যারিয়ারে অনেক সুপারহিট চরিত্রে অভিনয় করেছেন। তবে সঞ্জয় দত্তের সবচেয়ে জনপ্রিয় চরিত্র ছিল মুন্না ভাই এমবিবিএস চলচ্চিত্রের মুন্না ভাইয়ের।

৪. অজয় দেবগন –

বলিউডের সুপারস্টার অজয় দেবগন তাঁর ফিল্ম ক্যারিয়ারের তুমুল হিট চরিত্রে অভিনয় করেছেন। তবে তিনি ‘সিংঘম’ ছবিতে একজন পুলিশের ভূমিকায় অভিনয় করে দর্শকদের মন ছুয়ে নিয়েছিলেন। খুবই জনপ্রিয় হয়েছিল এই ছবিটি।

৫. অমরিশ পুরি-

এই তালিকায় পঞ্চম নামটি হল বলিউডের প্রবীণ অভিনেতা অমরেশ পুরীর। তিনি বেশিরভাগ খলনায়কের চরিত্রে অভিনয় করেছেন। তিনি বলিউড ইন্ডাস্ট্রিতে একজন খুবই জনপ্রিয় অভিনেতা। তবে অনিল কাপুর এবং শ্রীদেবী অভিনীত সুপারহিট ছবি ‘মিস্টার ইন্ডিয়াতে’ অমরিশ মোগম্বার চরিত্র অভিনয় করে দর্শকদের মন জিতে নিয়েছিলেন।