মানুষের ভুলের কারণে ভয়ানক বিপদে পড়তে চলেছে পৃথিবী, সতর্কতবার্তা জারি করল NASA

পৃথিবীতে আসন্ন প্রলয় সম্পর্কে আপনি এর আগে অনেক শুনেছেন। অনেক সময় কোন কোন ভবিষ্যদ্বাণী সত্য হয়েছে, আবার অনেক সময় সেটা ফলেনি। কিন্তু এবার সামনে বড় বিপদ আসছে, এমনই একটি প্রতিবেদন তৈরি করেছেন বিজ্ঞানীরা। তাঁদের মতে বিশ্বে গণহত্যার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে, আসুন বিস্তারিত জেনে নিন।

এই প্রতিবেদনে বলা হয়েছে, কয়েক বছরের মধ্যে বিশ্বে এমন একটি সর্বনাশ ঘটবে, যাতে পৃথিবী একটি বড় স্তর সমুদ্রের নিচে তলিয়ে যাবে। তবে সেটি এখন না হলেও ২০৫০ সাল নাগাদ পুরো বিশ্বে সমুদ্রের জলস্তর ১ ফুট বাড়বে। আর এই বিষয়টি বহু বছর ধরে অধ্যায়ন করার পর জানিয়েছেন, NASA এবং National Oceanic and Atmospheric Administration NOA তাদের প্রতিবেদন।

১০০ বছরের মধ্যে সর্বোচ্চ জলস্তর:

নাসার বিজ্ঞানীরা আমেরিকা এবং তার আশেপাশের এলাকা গবেষণা করার পর এমনি প্রতিবেদন তৈরি করেছেন। প্রতিবেদনের রিপোর্ট অনুযায়ী , আজ থেকে ২৮ বছর পর সমুদ্র পৃষ্টের উচ্চতা বৃদ্ধি পেতে শুরু করবে। তবে জলের উচ্চতার বৃদ্ধির ফলে লাভের বদলে পৃথিবীতে অনেক ক্ষতি হবে।

মানুষের ভুলের কারণেই ধ্বংস আসবে:

পৃথিবীর এই ক্ষয়ক্ষতি এখন থেকেই বন্ধ করা উচিত। এই মুহূর্ত থেকে সঠিক পদক্ষেপ না নিলে এই ধ্বংসযজ্ঞ কেউ আটকাতে পারবেনা। তবে সাগরের জলের উচ্চতা বৃদ্ধির জন্য মানুষই দায়ী। মানুষের দূষণ মুলক আচরণের কারণেই পুরো বিশ্বে এরকম গভীর সংকটে নেমে এসেছে। এর জন্য মানুষকে এখন থেকেই খুবই সচেতন হতে হবে। নাহলে বিপদ আসন্ন।