মরুভূমি হোক বা বরফ সব জায়গায় রকেট স্পিডে দৌড়াবে এই বহুমূল্য গাড়ি, আম্বানির নতুন গাড়ির দাম শুনলে হবেন অবাক

ভারতের সবচেয়ে ধনী ব্যক্তিদের মধ্যে সবার প্রথমে নাম আসবে মুকেশ আম্বানি তিনি এবং তার স্ত্রী নিতা আম্বানির বিলাসবহুল জীবন যাপনের ব্যাপারে প্রায়শই চর্চার বিষয় হয়ে থাকে। তাঁদের মুম্বাইয়ের অ্যান্টিলিয়ার বাড়িতে দেশ বিদেশের সমস্ত বিলাসবহুল জিনিস রয়েছে। মুকেশ আম্বানির স্ত্রী নিতা আম্বানি খুবই দামী দামী জিনিস ব্যবহার করে থাকেন। তাঁর এক একেকটা শাড়ির দাম প্রায় কোটি টাকার উপরে থাকে। তাঁর মোবাইল এবং জুয়েলারি দাম লক্ষ লক্ষ টাকা।

সম্প্রতি মুকেশ আম্বানি ‘রোলস রয়েসের কালিনান’ ব্যান্ডের একটি গাড়ি কিনলেন। গাড়িটি দাম প্রায় ১৮ কোটি টাকা। গাড়িটি মুকেশ আম্বানির নিজের নামে কিনেছেন। গাড়িটিতে সমস্ত সুরক্ষার জিনিস দিয়ে তৈরি করা হয়েছে। তার পাশাপাশি মুকেশ আম্বানি এবং তার স্ত্রী নিতা আম্বানি গাড়িটিকে বিলাসবহুল ভাবে বানাতে বলেছেন।

গাড়িটিতে ‘টাস্কান সান কালার স্পোর্টিং ডি12’ ইঞ্জিন বসানো রয়েছে। গাড়িটি ৫৬৪ ‘ব্রেক হর্স পাওয়ার(বিএইচপি)’ ক্ষমতা সম্পন্ন রয়েছে। গাড়িটিতে ১২লক্ষ বিশেষ নম্বরের প্লেট বসানো রয়েছে। মুকেশ আম্বানি বুলেটপ্রুফ গাড়ি ব্যবহার করে থাকেন। তিনি তাঁর জন্য যথেষ্ট নিরাপত্তা রেখেছেন। তিনি বিএমডব্লিউ i8 গাড়িতে উঠেন না। কারণ i8 গাড়ির মূল সমস্যা হলো, দরজা নিয়ে। তবুও আম্বানির গ্যারেজে i8 গাড়ি রয়েছে।

মুকেশ আম্বানির যে গাড়িটা কিনেছেন, সেই গাড়ির ব্রান্ডের নামের একটি শব্দ রয়েছে কালিনান রয়েছে। পৃথিবীর সবচেয়ে কঠিনতম প্রাকৃতিক পদার্থ হল এই কালিনান। এটি আসলে হীরের নাম। রোলস রয়েস তাদের নামের শেষে কালিনান নামটা এইজন্য দিয়েছে, যাতে যেকোনো পরিস্থিতিতে গাড়ি চলতে পারে। যদি গাড়িটি জলেও পড়ে যায়, তাহলেও গাড়িটি যেন সহজেই চলতে পারে। তা ছাড়াও এই গাড়িটিতে সবচেয়ে আরামদায়ক এবং বহুমুখী ক্ষমতাসম্পন্ন ‘এসইউভি’ রয়েছে। মুকেশ আম্বানি গাড়িটি এখন তাঁর বাড়ি গ্যারেজে শোভা পাচ্ছে।