“আন্টি ঘুমাতে পারছি না”- অমিতাভ বচ্চনের কথা শুনে কেঁদে ফেলেছিলেন ইন্দিরা গান্ধী

বলিউডের বিগ বি অমিতাভ বচ্চনের দর্শকদের প্রচুর ভালো ভালো সিনেমা উপহার দিয়েছেন। তাঁর ভক্তের সংখ্যা দেশ-বিদেশে ছড়িয়ে আছে। তবে আজ অমিতাভ বাচ্চানের জীবনের সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ ঘটনা আপনাদের সামনে তুলে ধরব, যা আপনারা অনেকেই হয়তো জানেন না। এই ঘটনাটির সাথে অতপ্রতোভাবে জড়িয়ে আছেন ভারতের প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী।

আসলে অভিনেতা অমিতাভ বাচ্চান সুপারহিট ‘কুলি’ ছবিটি করার সময় তাঁর বড়োসড়ো একটি দুর্ঘটনা ঘটে যায়। এই দুর্ঘটনার কারণে তাঁর জীবনটা হয়তো চলে যেতে পারত। তাঁর খুব খারাপভাবে পেটে চোট লাগে। তাঁর অন্ত্রে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। তাকে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তার অন্ত্র ফেটেও গেছিল।

ইন্দিরা গান্ধী সে সময় তাঁর ছেলের সাথে আমেরিকায় ছিলেন। তিনি এই দুর্ঘটনা কথা জানতে পেরে, তাঁর ছেলে রাজীব গান্ধীকে ভারতে পাঠিয়ে দিয়ে, অমিতাভের পরিবারের পাশে থাকতে বলেছিলেন। ইন্দিরা গান্ধী নিজেও ভারতে ফিরে এলে তিনি অমিতাভ বাচ্চানকে দেখতে গিয়েছিলেন। প্রধানমন্ত্রীকে দেখামাত্রই অমিতাভের চোখ জলে ভিজে গেছিল। ইন্দিরা গান্ধীকে অমিতাভ বলছিলেন, ‘আন্টি আমি ঘুমাতে পারছিনা’।

ইন্দিরা গান্ধী অমিতাভের কথা শুনে নিজেও কেঁদে ফেলে তাঁকে সান্ত্বনা দিয়েছিলেন, ‘আমিও মাঝে মাঝে ঘুমাতে পারিনা। এতে চিন্তার কিছু নেই।’ ডক্টর ভেবেছিলেন, তিনি হয়তো ঠিক হবেন না এবং কিছুক্ষণ পরে কোমায় চলে যাবেন। চিকিৎসকরা তাঁকে ‘ক্লিনিক্যালি ডেড’ ঘোষণা করেছিলেন। যদিও এত সব তথ্য প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর লেখা একটি বই থেকে পাওয়া গিয়েছে। অমিতাভ বাচ্চান নিজেও বলেছিলেন, ‘আমি কোমায় চলে গিয়েছিলাম। আমাকে জরুরি অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল এবং আমার অস্ত্রোপচার করা হয়েছিল। আমার ১৪ ঘন্টা কোন জ্ঞান ছিল না। আমার বিপি শূন্য ছিল।’