১ কোটির শাড়ি, ১৮ বছরের কনে , ১৮ কোটির মণ্ডপ, ১০০ কোটি খরচ- এমন ছিল জুনিয়র NRT এর বিয়ে

চলচিত্রের অভিনেতা-অভিনেত্রীরা যে শুধুমাত্র তাদের অভিনয়ের জন্য সাধারণ মানুষের মধ্যে চর্চার বিষয় হন তা নয় ; তাদের জীবনযাপন পদ্ধতিও যথেষ্ট প্রভাব ফেলে তাদের ভক্তদের উপর। এই ভাবেই চলচ্চিত্রের অভিনেতা-অভিনেত্রীদের রাজকীয় বিয়ে সাধারণ মানুষের আকর্ষণ সৃষ্টি করে।

এরকমই একটি আকর্ষণীয় বিয়ে হয়েছিল তেলেগু মহানায়ক জুনিয়র এনটিআর এর ; যিনি অন্ধপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী এন টি রামা রাও এর নাতি। আটত্রিশ বছর বয়স্ক এন টি আর হায়দ্রাবাদে 20 অক্টোবর 1983 সালে জন্মগ্রহণ করেন। শৈশব থেকেই তিনি একজন শিশু শিল্পী হিসেবে চলচ্চিত্রে অভিনয় করতে থাকেন। তার বয়স যখন আট বছর তখন 1991 সালে মুক্তিপ্রাপ্ত তার দাদু রামারাও লিখিত ও পরিচালিত চলচ্চিত্র ব্রহ্মর্ষি বিশ্বমিত্র চলচ্চিত্রে তাকে দেখতে পাওয়া যায়।

তাদের বিয়ের সময় তার বয়স ছিল 28 বছর এবং তার স্ত্রী অর্থাৎ লক্ষী রাও এর বয়স ছিল 18 বছর। লক্ষ্মী হচ্ছেন দেশের খ্যাতনামা ব্যবসায়ী শ্রীনিবাস রাও এর মেয়ে। এনটিআর এর বিয়ে যে অনেক ব্যয়বহুল সেটার আন্দাজ আমরা তার স্ত্রীর লক্ষী রায়ের পরিহিত শাড়ি দেখেই বুঝতে পারি যার মূল্য হচ্ছে এক কোটি টাকা। তিনি এবং স্ত্রী লক্ষ্মী রাও 18 কোটি টাকার মণ্ডপে সাত পাকে বাঁধা পড়েছিলেন।

মিডিয়া রিপোর্ট অনুযায়ী জুনিয়র এনটিআর এর বিয়েতে 100 কোটি টাকা খরচা হয়েছে। যেখানে কনে এক কোটি টাকা দামের শাড়ি পরে এবং 18 কোটি টাকা দামের মন্ডপ হয় সেখানে 100 কোটি টাকা খরচা হওয়াটাই স্বাভাবিক। সিনেমা গুলির মধ্যে জুনিয়র এনটিআর এর বিয়েকে সবথেকে ব্যয় বহুল হিসেবে ধরা হয় যা খরচের দিক থেকে অনেক বিখ্যাত বলিউড তারকার অনেক ঊর্ধ্বে।

বিয়ের পর এই দম্পতি নন্দমুরি অভয়রাম ও নন্দমুরি ভার্গব রাম নামে দুই পুত্রের মাতা-পিতা হন। কাজের ফ্রন্ট বলতে গেলে বলতে হয় এস এস রাজামৌলি পরিচালিত নতুন চলচ্চিত্র আর আর আর যেখানে জুনিয়র এনটিআর সাথে অজয় দেবগণ,রামচরণ ও আলিয়া ভাট মুখ্য চরিত্রে রয়েছেন।