চাকরি ছেড়ে শুরু করেছিল টুথব্রাশ বিক্রির ব্যাবসা, আজ দাঁড় করিয়েছেন কোটি টাকার কোম্পানি

বর্তমানে দেশ আত্মনির্ভরতার দিকে এগিয়ে চলেছে। দেশের এগিয়ে যাওয়ার পেছনে প্রধানমন্ত্রীর মেক ইন ইন্ডিয়া প্রকল্প যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এছাড়া বর্তমানে যুবকদের মধ্যে নিজের একটা স্টার্ট আপ কোম্পানি খোলার একটা তাগিদ ভারতকে প্রগতির শিখরে নিয়ে যাচ্ছে। এরকমই এক যুবক হলেন হরিয়ানার পানিপথের বাসিন্দা রোহিত নন্দওয়ানি।

রোহিত এমন একটি কোম্পানি খুলেছেন যা বিদেশি কোম্পানির সাথে টক্কর দিতে পারবে। তিনি ব্যাঙ্গালোর থেকে তার বিবিএ কমপ্লিট করার পর একটা কোম্পানির অধীনস্থ কাজ করতেন। 8 ঘন্টা কাজ শেষ করার পরও তিনি কোম্পানি থেকে কাজ শিখেছেন। যার ফলশ্রুতি হচ্ছে তার আজকের এই কোম্পানি। রোহিত 3 বছর আগে কোম্পানিটি শুরু করেন।

তারপর তাকে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। রোহিত নিজের একটা ওয়েবসাইট বানান। পরে আস্তে আস্তে অনেক সংস্থা এই সংস্থাটির সাথে যুক্ত হতে থাকে। রোহিতের লক্ষ্য হলো ভারতীয় যুবকদের কম দামে ভালো মানের ইলেকট্রনিক গ্যাজেট দেওয়া। তার এই ইলেকট্রনিক গ্যাজেট এর মধ্যে রয়েছে–ইলেকট্রনিক টুথব্রাশ ফিটনেস ব্যান্ড ও অডিও গেজেট।

এই কোম্পানি থেকে কোটি টাকা আয় করেছেন তিনি। বর্তমানে কোম্পানির টার্নওভার 40 কোটিতে পৌঁছেছে। তার কোম্পানি এতটাই প্রশংসিত হচ্ছে তার কোম্পানিতে বিনিয়োগ করেছেন বড় বড় কোম্পানি। এছাড়াও তিনি সার্ক ট্যাংক ইন্ডিয়া কোম্পানি থেকে এক কোটি টাকা বিনিয়োগের প্রস্তাব পেয়েছেন। তিনি বার বার তার এই কোম্পানীর জন্য তিনি প্রশংসিত হয়েছেন। সেই কারণে তিনি ও তার কোম্পানি বার বার শিরোনামে এসেছেন।