২৫ টাকা দিয়ে শুরু হয়েছিল লতা মঙ্গেশকরের কর্মজীবন, এক সিনেমা পাল্টে দিয়েছিল ভাগ্যের চাকা

হারিয়ে গেলেন লতা মঙ্গেশকর আজ সকালেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ১ মাস আগে তিনি কোভিড আক্রান্ত হয়ে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। কিন্তু তাঁর আর বাড়ি ফেরা হলো না। চিকিৎসকরা জানিয়েছিল, তাঁর অবস্থা দিন দিন খারাপ হচ্ছিল। একটা সময় প্রয়াত গায়িকা লতাজিকে ভেন্টিলেশনে পাঠানো হয়েছিল।

লতা মঙ্গেশকার ১৯২৯ সালে ২৪শে সেপ্টেম্বর মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। তিনি মাত্র ৫ বছর বয়স থেকে বাবার সঙ্গে থিয়েটারে অভিনয় শুরু করেছিলেন। তবে অভিনয় থেকেও তিনি ছোটবেলা থেকে গায়িকা হওয়ার স্বপ্ন দেখতেন। যখন তাঁর ১২ বছর বয়স তখন হঠাৎই তার বাবা মারা যান। তিনি ওই বয়স থেকেই তাঁর পরিবারের দায়িত্ব নিতে শুরু করেন।

তখন তাঁকে অর্থ উপার্জনের জন্য হিন্দি এবং মারাঠি ছবিতে কাজ করতে হয়। তিনি প্রথমবার মঞ্চে গান গেয়ে ২৫ টাকা পারিশ্রমিক হিসেবে পেয়েছিলেন। তিনি ১৯৪২ সালে প্রথম মারাঠি ছবি ‘কিতি হাসল’এ গান গেয়েছিলেন। তারপর তিনি অভিনেত্রী হিসাবে নয়, গায়িকা হিসেবে তাঁর গানের ক্যারিয়ার শুরু করেছিলেন। তিনি দর্শকদের অনেক দারুন দারুন গান উপহার দিয়েছেন। তিনি ৩০ টির বেশী ভাষায় গান গেয়েছেন।

তাঁর ভক্তের সংখ্যা গোটা বিশ্বে ছড়িয়ে আছে। তিনি ভারতরত্ন পুরস্কারও পেয়েছেন। তবে নিজের পরিবারের দায়িত্ব নিতে গিয়ে তাঁর সংসার জীবন করা আর সম্ভব হয়নি। তবে তিনি দেশের নাম সারা বিশ্বের কাছে তাঁর গানের মাধ্যমে ছড়িয়ে দিয়েছেন।