সৌন্দর্যের দিক থেকে কোন মডেলের থেকে কম না এই IPS অফিসার, ভ্যালেন্টাইনস ডে-র দিন অফিসেই করেছিলেন লাভ ম্যারেজ

UPSC পরীক্ষা নিয়ে যুবক যুবতীদের মধ্যে আলাদা উৎসাহ থাকে। প্রতিবছর অনেক প্রার্থী এই পরীক্ষায় অংশগ্রহণ করেন। কিন্তু পরীক্ষায় পাশ করেন মাত্র কয়েকজন ছাত্র-ছাত্রী। তবে আজ আপনাদের এক আইপিএস মহিলা অফিসারের গল্প বলব, যিনি নিজের অফিসে বিয়ে করলেন ভালোবাসা দিবসে। আসুন তাঁর ব্যাপারে বিস্তারিত জেনে নিন।

তিনি হলেন পাঞ্জাবের বাসিন্দা, নভজোৎ সিমি। তিনি ১৯৮৭ সালের ২১শে ডিসেম্বর গুরুদাসপুরে জন্মগ্রহণ করেন। তিনি প্রাথমিক শিক্ষা শেষ করেছেন পাঞ্জাবের পাখোয়ালের মডেল পাবলিক স্কুল থেকে। তিনি দেখতেও খুবই সুন্দরী। তিনি আইপিএস অফিসার হওয়ার আগে ডাক্তার হয়েছিলেন। তিনি লুধিয়ানার বাবা যশবন্ত সিং ডেন্টাল কলেজ থেকে মেডিকেলের পোস্ট গ্রাজুয়েশন করেন।

এরপর তিনি রিসার্চ ইনস্টিটিউট থেকে ডেন্টাল সার্জারির (বিডিএস) ডিগ্রি অর্জন করেন। এরপর ডাক্তারি জীবন শুরু করেন। তবে তাঁর ছোটবেলা থেকে স্বপ্ন ছিল আইপিএস অফিসার হওয়ার। তিনি UPSC পরীক্ষার জন্য আবার পড়াশুনা শুরু করেন।নভজোৎ প্রথমবার পরীক্ষায় বসলে ব্যর্থ হন। এরপর দ্বিতীয়বার পরীক্ষার প্রস্তুতি নিতে শুরু করেন তিনি এবং আগের থেকে কঠোর পরিশ্রম করেন। এইবার তিনি পাশ করেন। ২০১৭ সালে ৭৩৫ তম র‍্যাঙ্ক পেয়ে আইপিএস মহিলা অফিসার হন।

 

তিনি অনেক গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করছেন। তবে কাজের কারণে তাঁর বিয়ে করা হচ্ছিল না। অবশেষে তিনি তাঁর প্রেমিক তুষার সিংলার সাথে অফিসেই বিয়ে করেন ভালোবাসা দিবসে। তাঁর প্রেমিক তুষারও আইএএস অফিসার। সিমি সোশ্যাল মিডিয়ায় খুবই সক্রিয়। তিনি প্রতিনিয়ত ইনস্টাগ্রামে তাঁর ছবি শেয়ার করে থাকেন। তাঁর ফলোয়ার ৭.৫ লাখেরও বেশি। তাঁর সৌন্দর্য কোন মডেলের থেকেও কম নয়। তবে তিনি তাঁর কাজের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছ থেকেও প্রশংসা পেয়েছেন।