একই দিনে রিলিজ: সাউথের এই ৫ টি সিনেমার সাথে জোর টক্কর হতে চলেছে বলিউডের পাঁচটি সিনেমার

করোনা আবহে বিপুল পরিমাণ অর্থনৈতিক ক্ষতির পর আজকাল হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রি বলিউড চরম অর্থনৈতিক ক্ষতির মধ্য দিয়ে যাচ্ছে। ইতিমধ্যে দর্শকদের দক্ষিনী সিনেমার প্রতি আকর্ষণ হিন্দি সিনেমাকে আরো ক্ষতির দিকে নিয়ে যাচ্ছে। বিশেষ করে সম্প্রতি মুক্তি পাওয়া আল্লু অর্জুন ও রাসমিকা মন্ধানা অভিনীত চলচিত্র পুষ্পা দ্যা রাইজ বলিউডের করোনা কালে চলচ্চিত্রের আয়ের ঘাটতির ভ্রমকে ভেঙ্গে দিয়েছে।

এই ভ্রমের মূলে কুঠারাঘাত করে এই পুষ্পা দ্যা রাইজ সিনেমাটির শুধুমাত্র হিন্দি ভার্সন প্রায় 100 কোটি টাকা আয় করেছে। পুষ্পার সাফল্যে অনুপ্রাণিত হয়ে দক্ষিণী সিনেমা পরিচালকরা আরো বড় বড় সিনেমা মুক্তি করতে চলেছেন। তাই সেক্ষেত্রেও বলিউড সম্মুখীন হতে চলেছে আরও বড়ো সমস্যার সম্মুখীন। বলিউডের বড়ো বড়ো সিনেমা গুলো যে বিশেষ তারিখ গুলোতে মুক্তি পেতে চলেছিল সেই তারিখ গুলোতেই দক্ষিণী বড়ো বড়ো চলচ্চিত্রগুলি মুক্তি পেতে চলেছে।

শুরু হচ্ছে বড়ো টক্কর

এরকম একটি চরম পরিস্থিতিতে এটাই দেখার যে মলিউড, বলিউড ও কলিউড এর মধ্যে কে জয়ী হয় এবং পরাজিত কে হয়! চলতি বছরের 14 এপ্রিল মুক্তি পেতে চলেছে বলিউডের লাল সিং চাড্ডা ও দক্ষিনী চলচিত্র কেজিএফ 2। কেজিএফ এর প্রথম সাফল্য এতই চূড়ান্ত যে দর্শকরা কেজিএফ এর জন্য বিপুল আগ্রহে অপেক্ষা করে বসে আছে।

অন্যদিকে মিস্টার পারফেকশনিস্ট আমির খানের ছবি লাল সিং চাড্ডারও খুব নামডাক সেখানে আবার রয়েছে দক্ষিনী অভিনেতা নাগা চৈতন্য। যার ফলে এই চলচ্চিত্রটির দক্ষিণ ভারতে চাহিদা ব্যাপক হবে। এবার এই দুটো সিনেমার মধ্যে সংঘর্ষের মধ্যে কোন সিনেমা ভালো প্রদর্শন করবে সেটাই দেখার। আবার এই বছরই মুক্তি পেতে চলেছে গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ী ও ভালিমাই নামে দুটো সিনেমা। 24 ফেব্রুয়ারি ইলিয়ানা ডি ক্রুজ হুমা কুরেশি ইয়ামি গৌতাম অভিনীত ভালিমাই যেখানে রিলিজ হতে চলেছে সেখানেই 25 ফেব্রুয়ারি সঞ্জয় লীলা বনসালির আলিয়া ভাট ও অজয় দেবগণ অভিনীত ভালিমাই।

কিন্তু এখানে সবথেকে বড় সমস্যা হচ্ছে প্রেক্ষাগৃহের স্ক্রীন নিয়ে। একই সাথে পর পর এত বড়ো বড়ো দুটো চলচ্চিত্র কে একসাথে কি করে স্ক্রীন দেওয়া যায় সেটা নিয়েই এই দুটো সিনেমা বিপুল প্রতিদ্বন্দ্বিতা করবে বলে অনুমান করা যাচ্ছে। এছাড়াও এই বছর 11 ই ফেব্রুয়ারি মুক্তি পেতে চলেছ রাজকুমার রাও ও ভূমি পেডনেকার অভিনীত ল্যাভেন্ডার বিবাহ বিষয়ক বাধাই দো সাথে একই দিনে মুক্তি পেতে চলেছে রমেশ ভর্মা পরিচালিত তেলেগু তারকা রবি তেজা, ডিম্পল হায়াতি ও মীনাক্ষী চৌধুরীর খিলাড়ি। বক্সঅফিসে এই চলচ্চিত্র দুটির সংঘর্ষ চূড়ান্ত হবে তা কৌতহলোদ্দীপক।

প্রতিবছর ইদে যেখানে সালমান খানের সিনেমার রমরমা থাকে। এই বছর সেখানেই বক্স অফিসে 28 শে এপ্রিল মুক্তি পেয়ে প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছে টাইগার শ্রফের হিরো পানতি 2, অজয় দেবগানের রান ওয়ে থার্টি ফোর এবং 29 শে এপ্রিল মুক্তি পেতে চলা দক্ষিণী অভিনেতা রামচরন, কাজল আগারওয়াল ও পূজা হেগরের আচার্য্য চলচ্চিত্র। সাথে 22 মে আসতে চলেছে পরশুরাম পরিচালিত দক্ষিণী সুপার স্টার মহেশ বাবু ও কীর্তি সুরেশ অভিনীত সরকারু ভারি পাতা, সিদ্ধার্থ মালহোত্রা অভিনীত মিশন মজনু এবং আয়ুষ্মান খুরানার আনেক চলচ্চিত্র। মহেশ বাবুর অভিনীত চলচিত্রটি হিন্দি ভাষায় প্রকাশিত না হলেও এই সিনেমাটি যে দক্ষিণ ভারতের চলচিত্রের বাজারে প্রভাব ফেলবে তা বোঝাই যাচ্ছে।