বাংলায় দেবের টনিকের সাথে পেরে উঠছে না ভারতে সুপারহিট পুষ্পা, দাবি দেবভক্তদের

সারা দেশ জুড়ে বক্সঅফিসে রমরমিয়ে চলছে পুষ্পা ছবিটি। শোনা যাচ্ছে ছবিটি থেকে এত পরিমানে আয় হয়েছে, যা বক্সঅফিসের সমস্ত আয়ের রেকর্ড ভেঙ্গে দিয়েছে। ভারতের প্রতিটি রাজ্যের মানুষ পুষ্পা ছবিটি যথেষ্ট পছন্দ করছে। করোনা আবহের সময়ও মানুষ পুষ্পা দেখার জন্য সিনেমা হলে যাচ্ছে। তবে পুষ্পা মুভির সঙ্গে তাল মেলাচ্ছে টলিউডের সুপারস্টার দেবের ছবি টনিক।

এই ছবিটি পশ্চিমবঙ্গে মানুষদের মন জয় করে নিয়েছে। দেবের ভক্তদের দাবি, পুষ্পা ছবির থেকেও পশ্চিমবঙ্গের মানুষ, বেশি প্রাধান্য দিচ্ছে দেবের ছবি টনিককে। বাংলার মধ্যে সেরা করা একটি ছবি হলো টনিক। তবে পুষ্পা ছবির বেশ কিছুদিন পরে টনিক ছবিটি বক্সঅফিসে মুক্তি পেয়েছিল। মুক্তি পাওয়ার সাথে সাথে প্রেক্ষাগৃহে পুরো হাউস ফুল ছিল।

ফেব্রুয়ারি মাসের প্রথম দিকে মুক্তি পেয়েছে টনিক। দেব এবং পরাণ বন্দ্যোপাধ্যায় অভিনীত একটি অনন্য ছবির মধ্যে একটি। দর্শকদের বেশ পছন্দ হয়েছে ছবিটি। গত রবিবার পশ্চিমবাংলার সিনেমা হলগুলোতে হাউসফুল ছিল টনিক ছবির জন্য। তবে এ বছরে দুটো মুভি করোনা পরিস্থিতিতে বক্সঅফিসে কোটি কোটি টাকার ব্যবসা করছে। এই ছবির মধ্যে একটি হল পুষ্পা, অন্যটি হলো টনিক।

টনিকের এত ব্যাপক সাফল্যের জন্য দেব গত রবিবার উপস্থিত হয়েছিলেন নন্দনে। দর্শকদের অনেক ধন্যবাদ জানান, টনিক ছবিটাকে এতটা পছন্দ করার জন্য। এতে দেবের ভক্তরা খুবই খুশি হয়েছেন। তিনি জানিয়েছেন, টনিক ছবিটিতে দর্শকদের এত ভালোবাসা, তাতে তিনি সত্যিই আপ্লুত হয়েছেন। গত একমাস ধরে পুষ্পা সঙ্গে লাগাতার তাল মিলিয়ে চলেছে টলিউডের ছবি টনিক, যেখানে বলিউডের ছবিগুলোও হার মেনে নিয়েছে।