কখনও কী ভেবেছেন ১০০ বছর পেরিয়ে যাওয়ার পরও কেন বদলায়নি ব্লেডের আশ্চর্য এই নকশা

ঘরের নিত্যপ্রয়োজনীয় জিনিসের মধ্যে একটি খুবই গুরুত্বপূর্ণ ব্যবহারকারী জিনিস হল ব্লেড। এই জিনিসটি অনেক কিছুতে ব্যবহার করা যায় যেমন, কোন জিনিস কাটতে বা দাড়ি কামাতে। তবে আপনাদের হয়তো জানা নেই, ভারতের প্রথম ব্লেড প্রস্তুতকারক কোম্পানি হলো ‘জিলেট’। যদিও এটা আন্তর্জাতিক একটি কোম্পানি। তবে ভারতে এদের ব্যবসা রমরমিয়ে চলছে।

৯র দশক থেকে ভারতে এখনো পর্যন্ত জিলেট কোম্পানি আগের মতোই জনপ্রিয়। জিলেট কোম্পানি ছাড়াও ভারতে আরো অনেক কোম্পানি রয়েছে। তবে জিলেট কোম্পানি তাদের টেক্কা দিয়েছে বরাবরই। আজ জিলেট কোম্পানি ১২০ বছরে পা দিয়েছে। আসুন আজ একটু ইতিহাস ঘেটে দেখি।

কিং ক্যাম্প নামে এক ব্যক্তি ১৯০১ সালে ব্যবসা শুরু করেন। তাঁর নামেই তিনি তাঁর ব্যবসাটি রাখেন। ভারতের বাজারে তাঁর ব্যবসা শুরু হয় ১৯০৪ সালে খুবই দ্রুত ছড়িয়ে পড়ে তাঁর কোম্পানির জনপ্রিয়তা। বিগত ১০০ বছর ধরে যত কোম্পানির ব্লেড বাজারে এসেছে, ততগুলো কোম্পানির ব্লেডের নকশা কিন্তু তাঁর কোম্পানির মতন রেখেছে। বলাই বাহুল্য তাঁর কোম্পানির ব্লেডের নকশা কতটা ইউনিক ছিল সেসময় দাড়িয়ে, যা আজও বাজারে ব্যাপক হারে চলছে।

জিলেট কোম্পানির রেজার দিয়ে সেলুনগুলোতে চুল ও দাড়ি কামানো হয়ে থাকে। রেজালের হাতলের মধ্যেই ব্লেড যুক্ত করা হয়ে থাকে। শেভিং রেজার গুলোতে আকৃতি ও মাপ মাফিক ব্লেড রাখার জায়গা রয়েছে। তবে আজকাল বাজারে ইলেকট্রিক শেভিং মেশিন এসে গিয়েছে। কিন্তু আজও বেশিরভাগ মানুষের স্টেইনলেশ স্টিলের শেভিং ব্লেড খুবই পছন্দের।