আস্ত ট্রাক্টরকে জিপ গাড়ি বানিয়ে দিলেন এক ব্যাক্তি, ছবি দেখে একি বললেন আনন্দ মাহিন্দ্রা

সুপরিচিত শিল্পপতি আনন্দ মাহিন্দ্রা সোশ্যাল মিডিয়ায় খুবই সক্রিয়। প্রতিদিন তিনি তাঁর টুইটার অ্যাকাউন্টে নতুন ভিডিও এবং পোস্ট শেয়ার করে থাকেন। তাঁর ভিডিও গুলোর মধ্যে কিছু মজার ভিডিও থাকে, অনেক ভিডিও খুব অনুপ্রেরণামূলক থাকে। আবার কিছু ভিডিওতে কোন ব্যক্তির ক্রিয়েটিভিটিও দেখা যায়।

সম্প্রতি তিনি একটি ভিডিও শেয়ার করেছেন। শেয়ার করা ভিডিওটি এখন শিরোনামে রয়েছে। ভিডিওটি একটি মাহিন্দ্রা ট্রাক্টরের সম্পর্কিত রয়েছে। এই ভিডিও নিয়ে এখন তুমুল আলোচনা হচ্ছে। আসুন জেনে নিন, পুরো ঘটনাটি। আসলে মেঘালয়ের এক ব্যক্তি একটি মাহিন্দ্রা ট্রাক্টরটিকে জিপে রূপান্তরিত করেছেন।

তিনি ট্রাক্টরটিকে দেশীয় চেহারায় পরিবর্তন করেছেন। আনন্দ মাহিন্দ্রা এই ছবিটি শেয়ার করে লিখেছেন, ‘এই ট্রাক্টরটি ডিজনি অ্যানিমেটর ছবির একটি চতুর চরিত্রের কথা মনে করিয়ে দিচ্ছে। সেই চরিত্রের কথা কি আপনাদের মনে আছে?’ তিনি আরও লিখেছেন, ‘মেঘালয়ের জোওয়াইতে বসবাসকারী মাইয়া রিম্বাই প্রমাণ করেছেন যে এই শক্তিশালী যানটি কুল। 275 NBP-র পরিবর্তিত সংস্করণ।’ এই জিপটিকে ওই ব্যক্তি নাম দিয়েছে ‘থার’।

এই ছবিটি মাহিন্দ্রা ট্রাক্টর নামে টুইটার হ্যান্ডেলের সাথে শেয়ার করা হয়েছিল। সেটাতেই রি-টুইট করেছেন আনন্দ মাহিন্দ্রা। তাঁর ভক্তরা ক্রমাগত এই পোস্টে প্রতিক্রিয়া জানাচ্ছে। কেউ লিখেছেন, ‘স্যার খুব ভালো লাগছে’। আবার অনেকে লিখেছেন, ‘এই পদ্ধতি সত্যি দুর্দান্ত এবং আকর্ষণীয়’। এই ভিডিওতে প্রচুর সংখ্যক মানুষ লাইক করেছে এবং শেয়ার করেছে।