সৌন্দর্যের দিক থেকে ঐশ্বর্য রাইকেও টেক্কা দেবে বিনোদ মেহরার মেয়ে, সোশ্যাল-মিডিয়ায়-ভাইরাল একগুচ্ছ ছবি

৮০ র দশকের একজন জনপ্রিয় অভিনেতা বিনোদ মেহরা (Vinod Mehera)। যার সাথে রেখার প্রেমের জীবন নিয়ে প্রায়ই আলোচনায় থাকেন। তিনি বেঁচে থাকলে ৭৭ বছরে পা দিতেন। ১৩ ফেব্রুয়ারি, ১৯৪৫ সালে অমৃতসরে জন্মগ্রহণকারী বিনোদ মেহরা হয়তো আজ এই পৃথিবীতে নেই। তবে তার সন্তান সোনিয়া এবং রোহান মেহরা চলচ্চিত্র শিল্পে খুবই সক্রিয়।

তবে বিনোদ মেহরার সন্তানদের সম্পর্কে তেমন কিছু জানা যায়নি। তার মেয়ে সোনিয়া মেহরা ২০০৭ সালে ভিক্টোরিয়া নং ২০৩ ফিল্ম দিয়ে আত্মপ্রকাশ করেন। এই অভিনেতা ১৯৯০ সালের অক্টোবরে ৪৫ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। বিনোদ যখন মারা যান, তখন তাঁর মেয়ে সোনিয়ার বয়স ছিল দুই বছরেরও কম।

১৯৮৮ সালে জন্মগ্রহণকারী সোনিয়া বিনোদের তৃতীয় স্ত্রী কিরণের মেয়ে। বিনোদ মেহরা মোট ৪টি বিয়ে করেছিলেন। এর মধ্যে প্রথম স্ত্রী এমনই রয়ে গেলেন যিনি কখনোই স্ত্রীর মর্যাদা পায়নি। আসলে বিনোদ তার মায়ের সম্মতিতে মীনা ব্রোকাকে প্রথম বিয়ে করেছিলেন। বিয়ের কিছুদিন পর বিনোদের হার্ট অ্যাটাক হয়।

সুস্থ হওয়ার পর অভিনেত্রী বিন্দিয়া গোস্বামীকে ভালোবেসে ফেলেন বিনোদ মেহরা। বিন্দিয়া গোস্বামী বয়সে বিনোদ মেহরার থেকে ১৬ বছরের ছোট। তবে কয়েক মাস প্রেমের পর দুজনেই বিয়ে করেন। এই সম্পর্ক মাত্র চার বছর স্থায়ী হয় এবং তারপর দুজনেই আলাদা হয়ে যায়। বিন্দিয়ার সঙ্গে সম্পর্ক ভাঙার পর বিনোদ কিরণকে বিয়ে করেন।

তারপর কিরণ এবং বিনোদ এর দুই সন্তান হয় মেয়ে সোনিয়া ও ছেলে রোহন মেহরা। বিনোদ মেহরা এরপর রেখাকে বিয়ে করেছিলেন বলে জানা গেছে। তিনিও কখনো স্ত্রীর মর্যাদা পাননি। বিনোদ মেহরাকে বিয়ে করে রেখা তার বাড়িতে এলে বিনোদের মা কমলা রেখাকে দিয়ে দূরে সরিয়ে দেন।

৪৫ বছর বয়সে বিনোদ মেহরার মৃত্যুর পর, তার স্ত্রী কিরণ সন্তানদের নিয়ে কেনিয়ায় চলে যান।কন্যা সোনিয়া তার দাদু-দিদার বাড়িতে বড় হয়েছেন। কেনিয়া ও লন্ডন থেকে পড়াশোনা করা সোনিয়া ৮ বছর বয়সে অভিনয়ের প্রশিক্ষণ নিতে শুরু করেন।

সোনিয়া লন্ডন একাডেমি অফ মিউজিক অ্যান্ড ড্রামাটিক আর্টসের অভিনয় পরীক্ষায় স্বর্ণপদক পেয়েছিলেন। ১৭ বছর বয়সে, সোনিয়া মুম্বাইতে চলে আসেন। এরপর অনুপম খেরের ইনস্টিটিউট অফ অ্যাক্টর প্রিপারস থেকে ৩ মাসের কোর্স করেন। অভিনেত্রী হওয়ার পাশাপাশি সোনিয়া একজন ট্রেন্ড ড্যান্সারও।

২০০৭ সালে, পরিচালক অনন্ত মহাদেবনের চলচ্চিত্র ভিক্টোরিয়া নং ২০৩ এ অভিনয়ের মাধ্যমে তার বলিউডে অভিষেক হয়। এটি একই নামের ১৯৭২ সালের সুপারহিট ছবির রিমেক ছিল। সোনিয়া এখন পর্যন্ত ৪টি ছবিতে কাজ করেছেন। তাকে শেষ দেখা গিয়েছিল ‘রাগিনী এমএমএস ২’ (২০১৪) ছবিতে।

এই ছবিতে তিনি তানিয়া কাপুরের চরিত্রে অভিনয় করেছেন। চলচ্চিত্রের পাশাপাশি টিভিতেও কাজ করেছেন সোনিয়া। তিনি অনেক এমটিভি প্রোগ্রামে (এমটিভি গ্রাইন্ড, এমটিভি নিউজ, এবং এমটিভি স্টাইল চেক ইত্যাদি) কাজ করেছেন।

একই সময়ে, সাইফ আলি খানের ছবি ‘বাজার’ দিয়ে অভিষেক হয়েছে বিনোদ মেহরার ছেলে রোহানের। ছবিতে রিজওয়ান আহমেদের চরিত্রে অভিনয় করেছেন রোহান। এছাড়াও ছবিতে ছিলেন চিত্রাঙ্গদা সিং ও রাধিকা আপ্তে।