চল্লিশ কোটি টাকার বাংলো, নামিদামি আসবাব! রইল সঞ্জয় দত্তের বিলাসবহুল অন্দরমহলের ছবি

সঞ্জয় দত্ত (Sanjay Dutt) বলিউডের ( Bollywood) একজন অতি স্বনামধন্য জনপ্রিয় তারকা। বলিউডে প্রায় চল্লিশ বছর ধরে অভিনয় করছেন। সিনেমার পাশাপাশি তিনি জমিয়ে সংসারও করছেন। নিজের স্ত্রী এবং দুই সন্তানের সাথে মাঝেমাঝেই তিনি সুন্দর মুহূর্তের ছবি পোস্ট করেন। সেই ছবিগুলি সোশ্যাল মিডিয়ায় ভাইরালও হয়। তবে আপনি কি মুন্না ভাইয়ের বাড়ির অন্দর মহল দেখেছেন। আজকের এই প্রতিবেদনে জানবো তাঁর বিলাসবহুল জীবন যাত্রার কিছু কথা।
সঞ্জয় দত্ত (Sanjay Dutt) র মুম্বাইতে বেশ কয়েকটি বাড়ি রয়েছে. তবে এরমধ্যে পালি হিলসের নার্গিস দত্ত রোডে তাঁর একটি বিলাসবহুল বাংলো রয়েছে। চল্লিশ কোটি টাকা মূল্যের এই বিলাসবহুল বাংলোতে কি না নেই। নিজের হাতে খুব সুন্দর করে সাজিয়েছেন সঞ্জু বাবার পত্নী। এই বিলাসবহুল বাংলোটি তিনি ২০০৯ সালে কিনেছিলেন। দামি দামি আসবাব পত্র দ্বারা সজ্জিত এই বাংলোতে রয়েছে বহু মূল্যের জিনিস। বেডরুম থেকে বাথরুম সবকিছুই সুন্দরভাবে সাজানো। এই বাংলোতে কিচেন থেকে জিম সব কিছুই রয়েছে। এই বাংলোতেই রয়েছে একটি সুন্দর এবং বিশাল মন্দির। যেখানে গণপতি বাপ্পার মূর্তি স্থাপন করা রয়েছে। কারণ আমাদের প্রিয় অভিনেতা খুবই ভগবান দেবতার প্রতি বিশ্বাস রেখে চলেন। এমনকি নিয়ম করে তিনি পুজোও করেন।
অভিনয়ের পাশাপাশি তাঁর নিজের প্রোডাকশন হাউসও রয়েছে, যার নাম ‘সঞ্জয় দত্ত প্রোডাকশন প্রাইভেট লিমিটেড’। বেশ কিছুদিন আগেই তাঁকে দক্ষিনের একটি ছবিতে অভিনয় করতে দেখা গিয়েছিলো। তা বিশেষভাবে প্রত্যেক ভারতীয়র ই পছন্দ হয়েছে। এরপর আবারো তিনি আরো একটি নতুন দক্ষিনের ছবিতে কাজ করছেন। সেই ছবির পোস্টারও সম্প্রতি মুক্তি পেয়েছে।