দিল্লীর সুনিতা দিদির কাহিনী: ৭৪ টি পরিবারকে ফিরিয়ে দিয়েছেন তাদের হারিয়ে যাওয়া বাচ্চা

প্রতি বছরই পরিবার থেকে সন্তানরা হারিয়ে যায় অথবা অনেক সময় তাদেরকে কিডন্যাপ করা হয়। এরকম কেস প্রায় পুলিশ স্টেশনে আসে। তাই আজ এমন এক দিল্লির মহিলা কনস্টেবলের কথা জানাবো আপনাদের, যিনি হারিয়ে যাওয়া সন্তানদের পরিবারের কাছে ফিরিয়ে দিয়েছেন।

দিল্লির এই মহিলা কনস্টেবল হলেন সুনিতা। যদিও তিনি সবার কাছে সুনিতা দিদি হিসেবে পরিচিত। তিনি এখনো পর্যন্ত দিল্লির ৭৪টি পরিবারকে হারিয়ে যাওয়া সন্তান ফিরিয়ে দিয়েছেন। তিনি দিল্লির পশ্চিম জেলার অ্যান্টি হিউম্যান ট্রাফিকিং ইউনিট পোস্টে রয়েছেন। তিনি হলেন প্রথম মহিলা, যিনি এত বেশি সন্তা,নদের তাদের মা-বাবার কাছে ফিরিয়ে দিয়েছেন।

তাঁর মহান কাজের জন্য তাকে পদোন্নতি দেওয়ার ব্যবস্থা করেছে তাঁর উচ্চপদস্থ কর্মকর্তারা। তিনি ৮ থেকে ১৬ বছরের মধ্যে যেসব শিশুরা হারিয়ে গিয়েছিল, তাদেরকে খুঁজে এনে দিয়েছেন। নিখোঁজ শিশুদের খুঁজে বের করা তাঁর দায়িত্ব, তাঁর সততার জন্য কনস্টেবল হওয়া সত্বেও তাকে এই দায়িত্ব দেওয়া হয়েছে।

আর তিনি এই কাজটি করেছে খুব বেশি দিন নয় মাত্র ৮ মাসের মধ্যে ৭৪ টি শিশুকে খুঁজে বের করে পরিবারের কাছে ফিরিয়ে দিয়েছেন। তিনি প্রথম শিশুটি পেয়েছিল দিল্লির একটি অনাথ আশ্রম থেকে। সেই অনাথ আশ্রম থেকেই তিনি আরও তিন চারটে শিশু পেয়েছেন। এই সাহসিকতার জন্য তাঁকে বহুবার বিভিন্ন সম্মানিত করা হয়েছে।