চলতি মাসের মধ্যেই সেরে ফেলুন এই কাজগুলি না হলে পড়বেন বড়োসড়ো সমস্যায়

নতুন বছর জানুয়ারি মাসে শুরু হলেও ফাইনান্সিয়াল নতুন বছর শুরু হয় এপ্রিল মাস থেকে। পয়লা এপ্রিল থেকে আর্থিক বছরের নতুন বছর শুরু হয়। তাই নতুন বছর শুরু হওয়ার আগেই আপনাকে কয়েকটা জিনিস নজর রাখতে হবে। আসুন জেনে নিন জিনিসগুলি কি কি?

ITR – আয়কর রিটার্ন ৩১শে মার্চের মধ্যে প্রত্যেক উপার্জনকারী ব্যক্তিকে ফাইল করতে হবে। তাই আপনি যদি ফাইল না করে থাকেন খুবই শীঘ্রই ফাইল করিয়ে নিন।

আধার কার্ড প্যান কার্ড – এই দুটি কার্ডের মধ্যে লিঙ্ক না থাকলে আপনাকে খুব শীঘ্রই এই বছর শেষ হওয়ার আগে অর্থাৎ ৩১ শে মার্চের আগে আপনাকে লিঙ্ক করতেই হবে। যদি আপনি লিঙ্ক না করেন তাহলে আপনার দুটি কার্ড অকেজো হয়ে পড়বে। আপনি এই দুটি কার্ডে কোন দরকারি কাজে ব্যবহার করতে পারবেন না।

ব্যাঙ্ক অ্যাকাউন্টে KYC – যদি আপনি ৩১শে মার্চের আগে KYC আপডেট না করেন। তাহলে আপনার ব্যাঙ্কের অ্যাকাউন্ট ফ্রিজ হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই সরকারি নির্দেশ নিয়ম অনুসারে, দ্রুত ব্যাংক অ্যাকাউন্টে KYC আপডেট করিয়ে নিন।

এই কটি জিনিস আপনাকে অবশ্যই এই বছরের ৩১ শে মার্চের মধ্যে করিয়ে নিতে হবে। তা ছাড়াও সরকারের তরফ থেকে সাধারণ মানুষদের সঞ্চয় করার জন্য কিছু স্কিম্ম দেওয়া হয়ে থাকে। আপনি যদি না জেনে থাকেন তাহলে আজ জেনে নিন সেই স্কিমগুলি – পাবলিক প্রভিডেন্ট ফান্ড, ন্যাশনাল পেনশন স্কিম, সুকন্যা সমৃদ্ধি যোজনা, ELSS মিউচুয়াল ফান্ড। আপনি এই সমস্ত জায়গায় যদি টাকা রাখেন, তাহলে বিপদের সময় এখান থেকে সুবিধা পেতে পারেন।