পা থেকে মাথার চুল অবধি সোনায় মোড়া উর্বশী, আবারও বিদেশের মাটি কাঁপিয়ে দিলেন অভিনেত্রী

বলিউডের অন্যতম সুন্দরীদের মধ্যে একজন হলেন উর্বশী। তিনি বলিউডে গুটিকয়েক ছবি করলেও মডেল জগতে তিনি তার জায়গা শক্তপোক্ত করে নিয়েছেন। যদিও বলিউড জগতে তাঁকে খুব একটা সুযোগ দেওয়া হয়নি। সে যাই হোক আজ তাঁর সটানিং লুক আন্তর্জাতিক মহলেও জনপ্রিয় হয়ে উঠেছে। সম্প্রতি তিনি ‘আরব ফ্যাশন উইকে’ শোস্টপার হিসেবে হাজির হয়েছিলেন।

এই অনুষ্ঠানে ঊর্বশী প্রথম ভারতীয় মডেল, যিনি এখানে অংশ নিতে পেরেছেন। আরব ফ্যাশন উইক অনুষ্ঠিত হয়েছিল দুবাইতে। তিনি এই র‍্যাম্পে খুবই দামী পোশাক পড়ে হেঁটে ছিলেন। তিনি মহারানী ক্লিওপেট্রা লুকের সাজে গাউন পড়েছিলেন। এই পোশাকে তাঁর সৌন্দর্য আগের তুলনায় দ্বিগুণ বেড়ে গিয়েছিল। এর আগে দুবাইয়ের অনুষ্ঠানে অন্য কোন ভারতীয় অংশ নেননি।

উর্বশীর এই গাউনটি সোনা ও হিরে দিয়ে তৈরি করা হয়েছে। এই পোশাকটির ডিজাইন করেছেন জনপ্রিয় ডিজাইনার ফার্নে ওয়ান আমানতো। পোশাকটির নাম দেওয়া হয়েছে ‘ক্লিওপেট্রা রিয়েল গোল্ড অ্যান্ড ডায়মন্ড আউটফিট।’ পোশাকটি তৈরি করতে ৪০ কোটি টাকা খরচ হয়েছে। এত দামি পোশাক পড়ে র‍্যাম্পে আগে কেউ হাটেননি।

এরম পোশাকে উর্বশীকে সোশ্যাল মিডিয়ায় ছবিতে দেখে, সেই ছবি মুহুর্তের মধ্যে ব্যাপক হারে ভাইরাল হয়ে গিয়েছে। এই ছবিগুলি নেট দুনিয়ায় ঝড় তুলেছে। এর আগে বহুবার উর্বশীর বোল্ড ছবি নেট দুনিয়ায় ভাইরাল হলেও, এত দামী পোশাকে তাঁর সৌন্দর্য তাঁর ভক্তদের পাগল করে দিয়েছে। এবারে আন্তর্জাতিক মহলে মিস ইউনিভার্সের প্রতিযোগিতায় বিচারকের আসনেও তাঁকে দেখা গিয়েছিল।