ভারতে মাত্র চার জনের কাছে রয়েছে টেসলার গাড়ি, জানুন মুকেশ আম্বানি ছাড়াও কারা রয়েছেন এই তালিকায় শামিল

বিশ্বের সবচেয়ে দামি গাড়ি গুলির মধ্যে একটি হলো টেসলা কোম্পানির গাড়ি। তবে ভারতে এখনও টেসলা কোম্পানি তাদের জায়গা করে নিতে পারেনি। গত বছরের জানুয়ারি মাসে ভারতে টেসলার রেজিস্ট্রেশন হয়ে গেলেও ভারতে এখনও লঞ্চ হয়নি। তবে ভারতের কিছু কোটিপতি লোক গাড়ি লঞ্চের জন্য অপেক্ষা না করে এই গাড়িটি আমদানি করে তাদের বাড়িতে নিয়ে এসেছে।

 

তবে বর্তমানে ভারতে মাত্র ৪ জনের কাছে টেসলা গাড়ি রয়েছে। এর কারণ হলো, সবাই দেশের বাইরে এই গাড়ি কেনার পর কোটি টাকার বড় আমদানি শুল্ক দিতে চায় না। সেই কারণে ভারতের রাস্তায় এই মহুর্তে খুবই কম টেসলা গাড়ি দেখতে পাওয়া যায়।
সবার প্রথমে আছে, এসার গ্রূপের প্রশান্ত রুইয়া: ইনি প্রথম ভারতীয় যিনি টেসলার গাড়ি কিনেছিলেন। প্রশান্ত ২০১৭ সাল থেকে একটি টেসলা গাড়ির মালিক। তাঁর কাছ একটি নীল টেসলা মডেল এক্স রয়েছে। এতে বৈদ্যুতিক এসইউভিতে দুটি মোটর রয়েছে এবং এতে ৭ টি আসন রয়েছে। এই গাড়িটি মাত্র ৪.৮ সেকেন্ডে ১০০ কিলোমিটার বেগে পৌঁছে যায়।

মুকেশ আম্বানির দুটি টেসলা গাড়ি – এই চারজনের মধ্যে ভারতের ভারতের ধনকুবের মুকেশ আম্বানির নাম থাকবে না তা হতেই পারে না। তিনি ২০১৯ সালে প্রথম টেসলা গাড়ি কিনেছিলেন। তাঁর টেসলার মডেল হলো S100D. এই মডেলটি সম্পূর্ণ চার্জে ৪৯৫ কিমি চলতে পারে এবং এর সর্বোচ্চ গতি ২৪৯ কিমি প্রতি ঘন্টা। এরপরে মুকেশ আম্বানি টেসলা মডেল এক্স 100D কিনেছিলেন।
রিতেশ দেশমুখ – বলিউড অভিনেতা রিতেশ দেশমুখও একটি টেসলা মডেল এক্সের মালিক। এটি তিনি তাঁর স্ত্রী জেনেলিয়া ডি’সুজার কাছ থেকে উপহার হিসেবে পেয়েছিলেন।

পূজা বাত্রার – প্রাক্তন মিস ইন্ডিয়া প্যাসিফিক ও অভিনেত্রী পূজার কাছেও একটি এন্ট্রি-লেভেল টেসলা মডেল 3 রয়েছে। বেস মডেল হওয়ার পর, এই গাড়িটি ৫ সেকেন্ডে 100 স্পীড ধরে। এটির রেঞ্জ ৩৮৬ কিমি এবং সর্বোচ্চ গতি ২০০ কিমি প্রতি ঘন্টা।