মাটিতে নয়, বেডরুমে থাকে এই গায়, ঠাট বাট দেখলে আম্বানি আদানিও চমকে যাবে

হিন্দু ধর্মে গরুকে দেবতা রূপে পূজা করা হয়। তাছাড়াও প্রতিদিন গরুর দুধ হাজার হাজার বাড়িতে বাচ্চাদের খাওয়ার জন্য নেওয়া হয়ে থাকে। অথচ এই গৃহপালিত প্রাণীটি রাস্তায় পড়ে থাকলে বা অসুস্থ হলে তাদের দেখার মত অনেক সময় কেউ থাকেনা। অনেক সময় তারা না বুঝে প্লাস্টিকের মত আবর্জনা খেয়ে ফেলে গুরুতর অসুস্থ হয়ে পড়ে। আজ এমন এক মহিলার কথা বলব যিনি বাচ্চাদের মত সেবা করে থাকে এই গৃহ পালিত পশুকে। তাঁর বেডরুমে তাদেরকে রাখে।

রাজস্থানের যোধপুরের সুভাষ নগরে এক পরিবারের কথা বলবো। ওই পরিবারের মহিলা তাঁদের গৃহ পালিত পশুকে নিজের সন্তানের মতো রাখে। ওই পরিবারে তিনরি গরু আছে। তাদের নাম দেওয়া হয়েছে গোপী, গঙ্গা এবং পৃথু। এদের জন্য আলাদা বেডরুমও রয়েছে। তাদের বিছানায় কম্বল, চাদরও আছে। তারা যখন ঘুমাই তাদের ভালো করে ঢেকে দেওয়া হয়। তাদের এই বাড়িতে শিশুদের মতো পালন করা হয়ে থাকে।

ওই মহিলা এক দশক ধরে গরুর পরিচর্যা করে আসছেন। তিনি জানিয়েছেন, ” আমরা মন্দিরে শিবের বাহন নন্দীর পূজা করে থাকি। রাস্তায় ষাঁড় বা গরু অসুস্থ অবস্থায় পড়ে থাকলে মুখ ফিরিয়েনি বা অবহেলা করি। গরু এমন এক গৃহপালিত প্রাণী যে কারোর ক্ষতি করে না বরং মানুষের অনেক উপকার করে থাকে। তাই আমি তাদের বাড়িতে ভগবানের মতো সেবা করে থাকি।”

প্রসঙ্গত জানিয়ে রাখি বিদেশেও বিভিন্ন রকম পশু পালন করার প্রবণতা রয়েছে। যেমন আমেরিকাতেও মানুষ তাদের বাড়িতে কুকুর পোষে। তেমনি ভারতীয়দের মধ্যে গৃহপালিত পশু ভগবান রূপে গরুকে সেবা করা হয় বা পালন করা হয়। এজন্য ভারতের মানুষ গরুকে কেন্দ্র করে বিভিন্ন উৎসাহজনক কাজ করে থাকে। তেমনই এক জ্বলন্ত উদাহরণ হল এই ছবিটি।