প্রতি কিমি উড়তে কত লিটার তেল খায় উড়োজাহাজ, জানলে অবাক হবেন

এক শহর থেকে অন্য শহরে যাওয়ার সবচেয়ে দ্রুতগামী যাওয়ার উপায় হলো বিমান সফর করা। তবে প্রথমবার বিমান আকাশে উঠেছিল ১৯০৩ সালে ১৭ ই ডিসেম্বর। প্রথম বিমান আকাশে উড়িয়েছিলেন আমেরিকার বাসিন্দা অরভিল রাইট এবং উইলবার রাইট। এরা দুজনে দুইভাই। দুইভাইএর আকাশ জয়ের গল্প গোটা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছিল।

তবে বর্তমানে বিমান ব্যবস্থা যথেষ্ট উন্নতি হয়েছে। অতীতে বড় বড় দুর্ঘটনায় সম্মুখীন হলেও এখন বিমানের দুর্ঘটনার সংখ্যা খুবই কম। প্লেনের বিভিন্ন সমস্যার সমাধান বিজ্ঞানী এবং গবেষকরা প্রতিনিয়ত করে যাচ্ছে। তবে উড়ো জাহাজ কিন্তু ডিজেল বা পেট্রোলে চলে না। বিভিন্ন ধরনের জ্বালানির মাধ্যমে বিমান চলাচল হয়ে থাকে।

জ্বালানির মধ্যে থাকে এভিয়েশন ফুয়েল, জেট ফুয়েল, এভিয়েশন গ্যাসলাইন , বাইও ফুয়েল প্রমুখ। তাছাড়াও বিমানে বিভিন্ন ইঞ্জিন লাগানো থাকে। ইঞ্জিনগুলো এলটিটিউব লাগানো থাকে, এরউপর অনেকাংশ নির্ভর করে থাকে , কোন উড়োজাহাজে কোন জ্বালানি ব্যবহার করা হয়ে থাকবে। উড়োজাহাজ বোয়িং-747 এ কেরোসিন তেল জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়ে থাকে।

বোয়িং-747এ ফ্রিজিং পয়েন্ট হলো মাইনাস 40℃ থেকে মাইনাস 48℃ পর্যন্ত থাকবে। এটি হয় এলটিটিউবএ জমে যায় না। প্রতি ৪ সেকেন্ডে ১ লিটার করে তেল পোড়ে। প্রতি ১ সিগনেচার লিটার করে জ্বালানি খরচ হয়। এক কিলোমিটার দূরত্বে ১২ লিটার তেলের দরকার হয়। একসাথে ৪৫৬ জন যাত্রী সফর করতে পারবে এই উড়োজাহাজে। ফ্লাইট যদি ১০ ঘন্টার বেশি হয়ে যায়, তাহলে উড়োজাহাজটি ১ লাখ ৫০ লিটার তেলের প্রয়োজন হবে।