এই সহজ নিয়ম অনুসরণ করে এখন আপনিও জিততে পারবেন লটারি, জানুন বিস্তারিত

লটারি খেলা সম্পূর্ণ নির্ভর করে ভাগ্যের উপর। ভাগ্য সাধ দিলে একদিনে লটারি কেটে কোটিপতি হয়ে যেতে পারেন। আবার সারা জীবন কোন ব্যক্তি তার পরিশ্রমের অর্থ দিয়ে সারা জীবন লটারির পিছনে ব্যয় করেও কানাকড়িও পায়না। লটারি কাটা কোন নিয়ম অনুসারে হয় না, সম্পূর্ণ ভাগ্যের ওপর নির্ভর করতে হয়।

লটারি কাটার প্রবণতা বেশি দেখা যায় মধ্যবিত্ত এবং গরিব পরিবারের মানুষের মধ্যে। কারণ বেশিভাগ মানুষের মধ্যে এই প্রত্যাশা থাকে, একবার লেগে গেলে তাহলে পেছনে ফিরে তাকাতে হবে না। এই আশা নিয়ে কেউ সারা মাসের পরিশ্রমের অর্থ সর্বস্ব লটারি পিছনে দিয়ে দেয়। আজ কিছু পদ্ধতি বলব যেটা অনুসরণ করলে আপনাদের লটারি কাটার সময় কিছুটা হলেও সুবিধা হবে।

প্রথমত, লটারি খেলার সময় গতবছরের কোন টিকিটগুলো লটারিতে জিতেছে সেগুলো একবার দেখে নিতে পারেন। যেমন ১৯৯৫ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত যে সংখ্যাভিত্তিক সবথেকে বেশি জিতেছে, সেগুলির মধ্যে রয়েছে ১ নম্বরে থাকা লটারি। দ্বিতীয়তঃ সব সময় ছোট সংসার নাম্বারে লটারি কেনার চেষ্টা করবেন। ১ সংখ্যার লটারি জেতার সম্ভাবনা সবথেকে বেশি থাকে, প্রায় ৬০ শতাংশ।

লটারি কেনার সময় পরপর নাম্বার যুক্ত লটারি টিকিট কিনতে পারেন। যেমন ৩-৪, ৫-৬, ৭-৮। ৮এর পাশাপাশি সংখ্যাগুলো আপনি বাছাই করে কিনতে পারেন। ৮এর পাশাপাশি সংখ্যাগুলি ৭ এবং ৯। গত বছরের লটারিগুলোর মধ্যে দেখতে পাবেন বিজোড় সংখ্যার ফল বেশি প্রকাশিত হয়েছে। আপনি একবার বিজোড় সংখ্যার লটারি কেনার প্রয়াস করতে পারেন।