অ্যালোভেরাতে রয়েছে একাধিক বিস্ময়কর উপকারিতা, জেনে উপকৃত হবেন আপনিও

দৈনন্দিন জীবনে আজকাল মানুষের রোগব্যাধির শেষ নেই। কিন্তু আমাদের আশেপাশেই কিছু গাছ রয়েছে, যার গুনাগুন সম্পর্কে জানা থাকলে ঘরোয়া উপায়ে নিজেকে ফিট রাখা সম্ভব হয়। তেমনি একটি গাছ হল অ্যালোভেরা গাছ। অ্যালোভেরা গাছের উপকারিতা এত বেশি। যা ওষুধ তৈরির কাজেও যেমন ব্যবহার করা হয়ে থাকে, তেমনি বিভিন্ন কসমেটিকস পণ্য তৈরি করতে ব্যবহার করা হয়ে থাকে। তবে এই গাছের পাতা দিয়ে আপনি কিছু ঘরোয়া টোটকা বানিয়ে খেতে পারেন বা ব্যবহার করতে পারেন।

প্রথমত, অ্যালোভেরা পাতার নির্যাসের সাথে জল মিশিয়ে শরবত পান করতে পারেন। আপনি যদি এটি নিয়মিত পান করেন তাহলে আপনার হৃদযন্ত্র এবং স্নায়ুতন্ত্রে কোন সমস্যা থাকবে না। মুখের ঘা এবং পেটের সমস্যায় জন্য এই গাছের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। মুখে ঘা হলে অথবা জিভে ঘা হলে এই গাছের পাতার দুইদিকের পাতলা স্তর তুলে দিয়ে মুখের ভিতর যদি ভেতরের অংশটি রাখেন তাহলে খুব দ্রুত আপনার ঘা সেরে যাবে।

এই পাতার নির্যাস বের করে মুখে লাগালে সৌন্দর্য আগের থেকে বৃদ্ধি পাবে। আপনার গ্যাস্টিকের সমস্যা থাকলে বা আলসারের সমস্যা থাকলে এই পাতার রস খেতে পারেন। গরমকালে শরীর ঠান্ডা রাখার জন্য অ্যালোভেরা পাতার রস খেতে পারেন। মাথা ঠান্ডা রাখার জন্য অ্যালোভেরার পাতার রস খুবই সাহায্য করে।

অ্যালোভেরা পাতা গাছ এলোপ্যাথিক ওষুধ যেমন ব্যবহার করা হয়, তেমনি হোমিওপ্যাথিক ঔষধের ব্যবহার করা হয়। তাছাড়া বিভিন্ন নার্সারিতে এই গাছ পাওয়া যায়। আপনি আপনার ঘরে এই গাছ লাগাতে পারেন। কারণ এই গাছ দৈনন্দিন জীবনের জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ। এই গাছের কুশি থেকে অন্য একটি অ্যালোভেরা গাছের জন্ম আপনা আপনি হয়ে যায়। এই গাছের পাতার শরবত প্রতিদিন খেলে কোষ্ঠকাঠিন্য দূর হয়ে যায়।