মোদি সরকারের সঙ্গে কাজ করা চ্যালেঞ্জিং, ভারতে টেসলা না আসা নিয়ে বিস্ফোরক এলন মাস্ক!

গত তিন বছরে এলন মাস্কের সংস্থার চেষ্টার পরেও টেসলা কোম্পানি ভারতের বাজারে জায়গা করে নিতে পারেনি। এর জন্য সংস্থার সিইও দোষারোপ করছে ভারতীয় মোদি সরকারকে। তবে এদিকে মার্সিডিজ বেঞ্চের সংস্থার তরফ থেকে জানানো হয়েছে খুবই শ্রীঘ্রই ভারতের বাজারে মিলবে ইলেকট্রিক গাড়ি সিদান।

দেশের স্থানীয় বাজারে গাড়িটি উৎপাদন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভারতে অন্যান্য গাড়ির কোম্পানি সুজুকি এবং হন্ডার মতোই স্থানীয় শাখা গড়ে উঠবে। কিন্তু এখন মাস্কের টেসলা কোম্পানি এখনও ভারতীয় গাড়ির বাজারে তাদের গাড়ি বিক্রির ছাড়পত্র পায়নি। তবে কেন এলন মাস্ক এখনও ছাড়পত্র পাননি? বা এর পিছনে কারণ কি?
এই প্রশ্নের সরাসরি উত্তর দিলেন এলন মাস্ক নিজেই।

গতকাল সোশ্যাল মিডিয়ায় টুইটার প্ল্যাটফর্মে এক ইউজার টুইট করে জানতে চান, ভারতের টেসলার ব্যবসা নিয়ে কোন আপডেট আছে কিনা। এর উত্তরে এলন মাস্ক নিজেই লেখেন, ‘এখনও অসংখ্য চ্যালেঞ্জের বিরুদ্ধে লড়ে যাচ্ছি সরকারের বিরুদ্ধে।’

২০১৯ সাল থেকে টেসলা ভারতের বাজারে ব্যবসা করার জন্য অনুমতি চাইছে। এই নিয়ে অনেকবার এলন মাস্কের সংস্থার সঙ্গে মোদি সরকারের আলোচনা চলছে। কিন্তু দুজনের মতের অমিলের কারণে এখন দেশের গাড়ির বাজারে জায়গা করে নিতে পারেনি টেসলা কোম্পানি। কেন্দ্রীয় সরকার জানিয়েছে, যদি এদেশে স্থানীয় কারখানায় দেশের টেসলা কোম্পানির গাড়ি উৎপাদিত হয়, তাহলেই ছাড়পত্রের অনুমতি মিলবে। কিন্তু এ বিষয়ে মাস্ক রাজি নয়। তা নিয়ে মতানৈক্য চলছে। তাছাড়াও মাস্ক আমদানি শুল্কের হার কমাতে বলেছে ভারত সরকারকে। আসলে আমদানি শুল্কের হার কম হলে তবে ভারতের বাজারে কম দামে টেসলা কোম্পানি তার গাড়ি আনতে পারবে। কিন্তু সরকার তাতে রাজি নয়। এই কারণে এখনও পর্যন্ত ভারতে টেসলা কোম্পানি তার জায়গা করে নিতে পারেনি।