কেন সারা জীবন অবিবাহিত ছিলেন সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকর, নিজেই জানিয়েছিলেন অজানা কারণ

সুরের দেবী লতা মঙ্গেশকর, আজ সকালে করোনা আক্রান্ত হয়ে তিনি চলে গেলেন। গত মাসে তাঁকে মুম্বাইয়ের হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। করোনা সংক্রমণে পর তাঁর নিউমোনিয়া সংক্রমণ হয় এবং দিন দিন তার অবস্থা খুবই আশঙ্কাজনক হতে থাকে। একটা সময় চিকিৎসকরা জানিয়ে দেন, তাকে ভেন্টিলেশনে নেওয়া হবে। অবশেষে তিনি পৃথিবী থেকে চিরতরে বিদায় নেন এবং দেশ থেকে ভারত রত্ন পাওয়া একজন প্রতিভাবান গায়িকা হারিয়ে গেল।

MUMBAI, INDIA – SEPTEMBER 28: Lata Mangeshkar with Yash Chopra at her birthday concert in Mumbai on Wednesday night. (Photo by Yogen Shah/The India Today Group via Getty Images)

তিনি তাঁর জীবনে প্রচুর গান গেয়েছেন। তিনি ৩০টি ভাষায় গান গেয়েছেন। তিনি হিন্দি রোমান্টিক গান প্রচুর গেয়েছেন। তাঁর সুরের কন্ঠ মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছে। তবে তিনি নিজে বিয়ে করেননি। কেন তিনি সারাজীবন একা থেকেছেন? আজ সেই বিষয়ে আপনাদের জানাবো।

লতা মঙ্গেশকর কেন বিয়ে করেননি?

আসলে লতা মঙ্গেশকর এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, তিনি তার ভাই-বোন এবং পরিবারের দায়িত্ব নেওয়ার জন্য বিয়ে করেননি। তিনি বলেছিলেন তিনি পরিবারের সব থেকে বড় মেয়ে এবং তাঁর বাবার হঠাৎ মৃত্যুর জন্য পুরো পরিবারের দায়িত্ব তাঁকে নিতে হয়। ‘আমি ছোট থেকে আমার ৪ ভাইবোনের যত্ন নিতে চেয়েছিলাম। তাই খুব অল্প বয়সেই কাজ শুরু করি।’

MUMBAI, INDIA – SEPTEMBER 26, 2009: Singer Lata Mangeshkar at the CNN-IBN office in Lower Parel. (Photo by Vijayanand Gupta/Hindustan Times via Getty Images)

লতা মঙ্গেশকরের ভাই-বোন

লতা মঙ্গেশকরের চার বোন এবং এক ভাই রয়েছে। ৩ বোনই সঙ্গীত জগতের সাথে যুক্ত ছিল। তিন বোনের মধ্যে রয়েছে আশা, ঊষা মঙ্গেশকর এবং মিনা মঙ্গেশকর। তাঁদের ভাই হৃদয়নাথ মঙ্গেশকরও সংগীত জগতের সাথে যুক্ত রয়েছেন। লতা মঙ্গেশকরের বর্তমান বয়স হয়েছিল ৯২ বছর। তিনি ৩০টি ভাষায় ৩০ হাজারের বেশি গান গেয়েছেন। তিনি রোমান্টিক গান যেমন গেয়েছেন, তেমনি দেশাত্মবোধক গান গেয়েছেন।