পুষ্পার পর হিন্দিতে আসছে সাউথের এই ১০ টি সিনেমা, দেখলে ভুলে যাবেন বলিউডের মুভি দেখা

দক্ষিণ ভারতীয় সিনেমার বলিউড রিমেক ছবিগুলি গত কয়েক বছর ধরে বক্স অফিসে তুমুল সাড়া ফেলেছে। এছাড়াও দক্ষিনের সিনেমাগুলো বাম্পার উপার্জনও করছে। আল্লু অর্জুন, মহেশ বাবু, নাগার্জুনের মতো দক্ষিণের সুপারস্টারদের জনপ্রিয়তা দেশ জুড়ে দ্রুত বেড়েই চলছে। সম্প্রীতি বলিউডের পাশাপাশি দক্ষিণের সুপারস্টার দেব সিনেমা ভালোই পছন্দ করছেন দর্শকরা। এমনকি দক্ষিণ ভারতীয় সিনেমা বলিউড প্রেমীদের মধ্যে অনেক গুঞ্জন তৈরি করছে।

‘বাহুবলী’, ‘কেজিএফ’ এবং ‘পুষ্পা ‘-এর সাফল্যের পর দক্ষিণের জনপ্রিয়তা নিয়ে কিছু বলার অপেক্ষা রাখে না। এছাড়াও বেশ কিছু নতুন দক্ষিণের সিনেমা খুব শীঘ্রই মুক্তি পেতে চলেছে বক্স অফিসে। এক ঝলকে দেখে নেওয়া যাক সেই সুপারহিট সিনেমা গুলোর তালিকা। যে সিনেমা গুলো নিয়ে খুবই আশাবাদী নির্মাতারা।

রাধে – শ্যাম (Radhe – shyam):

পরিচালক ‘রাধা কৃষ্ণ কুমারের’ ছবি ‘রাধে শ্যাম’ ১৪ জানুয়ারি মুক্তি পাওয়ার কথা ছিল, কিন্তু করোনার তৃতীয় তরঙ্গের কারণে এটির মুক্তির তারিখ মার্চ পর্যন্ত পিছিয়ে দেওয়া হয়েছিল। ৩৫০কোটি বাজেটের এই ছবিতে মুখ্য ভূমিকায় রয়েছেন “পূজা হেগড়ে” ও “প্রভাস”। উত্তর ভারতে ‘বাহুবলী’ ছবির পর প্রভাসের জনপ্রিয়তা কারোর কাছেই গোপন নেই। এই কারণেই নির্মাতারা ছবিটির শুটিং করেছেন তামিল, তেলেগু এবং হিন্দিতে।

আর আর আর (R. R. R):

এই পিরিয়ড ড্রামা অ্যাকশন ফিল্মে আপনি ‘রাম চরণ’, ‘এনটিআর জুনিয়র’, ‘অজয় ​​দেবগন’ এবং ‘আলিয়া ভাটের’ মতো সুপারস্টারদের দেখতে পাবেন। ৪০০ কোটির বাজেটে তৈরি এই সিনেমাটি ২০২২ সালের এপ্রিলে মুক্তি পেতে পারে বলে জানা যাচ্ছে। সিনেমাটি ব্রিটিশ রাজ এবং হায়দ্রাবাদের নিজামের বিরুদ্ধে লড়াই করা দুই বিপ্লবীর কাল্পনিক গল্প।

আদি পুরুষ (Adipurush):

দক্ষিণের সুপারস্টার ‘প্রভাস’-এর খাতায় এ বছরের জন্য অনেক ছবি রয়েছে। পরিচালক ‘ওম রাউতের’ পরবর্তী প্রজেক্ট ‘আদি পুরুষ’-এ ‘লর্ড রাম’ চরিত্রে দেখা যাবে তাঁকে। মাতা জানকি’-র চরিত্রে দেখা যাবে ‘কৃতি স্যানন’-কে। প্রতিবেদন অনুসারে, এই ছবির শুটিং ২০২১ সালের নভেম্বরে শেষ হয়েছে এবং এটি এই বছরের আগস্টে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

কে জি এফ -অধ্যায় ২ (KGF Chapter -2):

কে জি এফ সিরিজের দ্বিতীয় ছবি নিয়ে এ বছর আসছেন ‘কন্নড়’ তারকা “যশ”। ১০০ কোটি টাকা বাজেটে ছবিটি নির্মিত হয়েছে। বলিউডের দুই পরিচিত মুখ ‘রাভিনা ট্যান্ডন’ এবং ‘সঞ্জয় দত্ত’কেও দেখা যাবে সিনেমাটিতে। এই সিনেমাটি ২০২২ সালের এপ্রিলে মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে।

লিগার (Laigar):

হিন্দি ও তেলেগু দুই ভাষায়ই ‘লিগার’ ছবির শুটিং হয়েছে। এই সিনেমায় কিক বক্সারের ভূমিকায় দেখা যাবে দক্ষিণ ভারতীয় সুপারস্টার “বিজয় দেবেরকোন্ডা”-কে। ছবিতে আরও দেখা যাবে ‘অনন্যা পান্ডে’, ‘রনিত রায়’, ‘রাম্যা কৃষ্ণান’-কে। আগামী ২৫ শে আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এই সিনেমা। এমনটাই আশা করছেন ছবির কর্মকর্তারা।

সালার ( Salaar):

প্রভাস অভিনীত এই দক্ষিণ ভারতীয় অ্যাকশন থ্রিলার মুভিটির শুটিং হয়েছে কন্নড় এবং তেলেগু ভাষায়। ছবিটির পরিচালক ও প্রযোজক ‘প্রশান্ত নীল’ এবং ‘বিজয় কিরাগান্দুর’। এই দুজনেই ‘কেজিএফ’-এর চ্যাপ্টার ১ তৈরি করেছিলেন। এটি হিন্দি, মালায়লাম এবং তামিল ভাষায় ডাবিং করাও হবে। ছবিটি ২০২২ সালের মে বা জুন মাসে মুক্তি পেতে পারে বলে মনে করছেন নির্মাতারা।

ঘনী (Ghanee):

ঘানি হল একটি ‘পিরিয়ড স্পোর্টস ড্রামা ফিল্ম’ যা পরিচালনা করেছেন ‘কিরণ কোরাপাটি’। ছবিতে মুখ্য ভূমিকায় রয়েছেন ‘বরুণ তেজ’ ও ‘সুনীল শেট্টি’। ছবিটি ২০২১ সালে মুক্তি পাওয়ার কথা ছিল, কিন্তু করোনার কারণে এই সিনেমাটি ২০২২ সালের ডিসেম্বরে মুক্তি পাবে।

আচারি (Aachaary):

‘চিরঞ্জীবী’, ‘রাম চরণ’, ‘কাজল আগরওয়াল’, ‘সোনু সুদ’ এবং ‘পূজা হেগড়ে’ এদের কে সকসাথে দেখা যাবে এই ছবিতে। এই অ্যাকশন-ড্রামা ফিল্মটি ৪০০ কোটি রুপি বাজেটে তৈরি হয়েছে। ২০২০সালে এই ছবিটি সম্পর্কে লেখক ‘রাজেশ মান্দুরি’ বলেছিলেন যে, ছবিটি তার স্ক্রিপ্ট চুরি করে লেখা হয়েছে। যদিও এই অভিযোগকে মিথ্যা বলে জানিয়েছে প্রোডাকশন হাউস। ছবিটি ২০২২ সালের এপ্রিলে মুক্তির জন্য প্রস্তুত রয়েছে।

বীস্ট (Beest):

এই ছবিতে দেখা যাবে দক্ষিণের সুপারস্টার “বিজয়”(Vijoy)-কে। এটি ‘নেলসন দিলীপ কুমারের’ তৃতীয় প্রজেক্ট। তার শেষ দুটি ছবি দারুণ হিট হয়েছে। এই ছবির মিউজিক করবেন বিখ্যাত মিউজিক কম্পোজার “অনিরুধ রবিচন্দর’। ছবিতে দেখা যাবে ‘পূজা হেগড়ে’কেও। সিনেমাটি ১৪ এপ্রিল ২০২২-এ প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

হরি হরা ভীরা মাল্লু (Haree Haara veera mallu):

‘হরি হারা ভীরা মাল্লু’ একটি আসন্ন ভারতীয় তেলেগু অ্যাকশন-অ্যাডভেঞ্চার ড্রামা ফিল্ম, যা ‘কৃষ জাগারলামুদি’ দ্বারা পরিচালিত। ডাকাত ভীরা মাল্লুর জীবন চিত্রিত নিয়ে তৈরি সিনেমাটি । এই ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন “পবন কল্যাণ”, “নিধি আগরওয়াল”, “অর্জুন রামপাল” এবং “নার্গিস ফাখরি”। এই সিনেমাটি ২৯ এপ্রিল ২০২২আপনাকে বিনোদন দেওয়ার জন্য প্রস্তুত।