এক বাসেই করা যাবে ১৮ টি দেশের সফর, সময় লাগবে ৭০ দিন, রইল খরচ সহ সমস্ত তথ্য

বাসে করে বিদেশ ভ্রমণ, হ্যাঁ এবার এটাও সম্ভব হবে। বাসে চেপে বাইরের সমস্ত দৃশ্য উপভোগ করতে পারবেন যাত্রীরা। ভারত ও মায়ানমারের সীমান্ত চলাচলের পরিস্থিতি ঠিক হলে দিল্লি থেকে লন্ডন পর্যন্ত বাস ডাইরেক্ট যাবে। এই পরিষেবা নতুন বছরের সেপ্টেম্বর মাস থেকে চালু হয়ে যাবে। এই বাসগুলিতে সমস্ত বিলাসবহুল সুবিধা যাত্রীরা উপভোগ করতে পারবেন।

অ্যাডভেঞ্চার ও ওভারল্যান্ডের ‘বাস টু লন্ডনের’ উদ্যোগের আওতায় এই বাসের পরিষেবা দেওয়া হবে। ৭০ দিনের সফর থাকবে। বাসে করে ২০ হাজার কিলোমিটার দূরত্ব অতিক্রম করে বিদেশের ১৮টি দেশে ঘুরতে পারবেন যাত্রীরা। এর জন্য খরচ পড়বে ২০ হাজার ডলার অর্থাৎ প্রায় ১৫ লাখ টাকার। এই প্যাকেজে বিভিন্ন দেশের টিকিট, ভিসা এবং সমস্ত পরিষেবা অন্তর্ভুক্ত থাকবে।

অনেক বছর বছর আগে লোকেরা দিল্লি থেকে লন্ডন যাওয়ার বাসের পরিষেবার উপভোগ করার সুযোগ পেতেন। কিন্তু সেই পরিষেবা একটা সময় বন্ধ হয়ে যায়। প্রথমবার যখন দিল্লি থেকে লন্ডনের পরিষেবা শুরু হয়েছিল, তখন ব্রিটিশ কোম্পানির উদ্যোগে শুরু হয়েছিল। তবে ১৯৭৬ সাল পর্যন্ত এই বাসের পরিষেবা পাওয়া পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনামূলক পরিস্থিতির জন্য বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়। যদিও এখন বাসের রুট সম্পূর্ণ পরিবর্তন করা হয়েছে। এখন পাকিস্তান ও আফগানিস্তানের পরিবর্তে মায়ানমার, থাইল্যান্ড, চীন ও কিরগিজস্তান হয়ে ফ্রান্সে নিয়ে যাওয়া হবে।

তা ছাড়াও ইংলিশ চ্যানেল পার করার জন্য ক্রুজ ব্যবহার করা হবে। এরপর ফেরি পরিষেবার মধ্যে দিয়ে ফ্রান্সএ নিয়ে যাওয়া হবে। তারপর ২ ঘন্টার মধ্যে যাত্রীদের নিয়ে বাসটি লন্ডনের উদ্দেশ্যে রওনা হবে। বিদেশের যে জায়গাগুলি উপভোগ করতে পারবে সেগুলি হলো, দিল্লি থেকে কলকাতার বাস হয়ে মিয়ানমার পৌঁছাবে। এরপর থাইল্যান্ড, লাওস, চীন, কিরগিজস্তান, উজবেকিস্তান, কাজাখস্তান, রাশিয়া, লাটভিয়া, লিথুয়ানিয়া, পোল্যান্ড, চেক প্রজাতন্ত্র, জার্মানি, নেদারল্যান্ডস, বেলজিয়াম, ফ্রান্সের পর এটি লন্ডনে পৌঁছাবে।