এই ৬ তারকা যারা ফিরিয়ে দিয়েছিলেন পুষ্পা সিনেমার অফার, এখন আয় দেখে ঠুকছেন মাথা

বক্স অফিসে ‘পুষ্পা – দ্য রাইজ’ ধুমধাম করছে। ছবিটিতে আল্লু অর্জুনের সাথে রশ্মিকা অভিনয় করেছেন। ছবিটির গল্প, সংলাপ এবং গান সবই দর্শকদের ভালো লেগেছে। ছবিটির থেকে যা আয় হয়েছে তা বক্সঅফিসের সমস্ত আয়ের রেকর্ড ভেঙে দিয়েছে। কিন্তু আপনাদের হয়তো জানা নেই এই ছবিটির জন্য প্রথমে কিন্তু আল্লু অর্জুন এবং রশ্মিকাকে কাস্ট করা হয়নি।

তাঁদের জায়গায় অন্য ৬ জন তারকাকে এই মুভির অভিনয়ের জন্য প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু তাঁরা কোন না কোন কারণ দেখিয়ে বা কারো অসুবিধা থাকায়, তাঁরা প্রস্তাবটি ফিরিয়ে দেন। কিন্তু ছবির বিপুল সংখ্যক আয় দেখে তাঁরা নিজেরাই এখন আফসোস করছেন। দেখে নিন কারা কারা এই লিস্টে আছেন।

১. বিজয় সেতুপতি- ‘পুষ্পা’ ছবিতে খলনায়কের চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে ফাহাদ ফাসিলকে। তিনি ‘পুষ্পা’ ছবিতে ভানওয়ার সিংহের চরিত্রে অভিনয় করেছেন। তিনি অল্প সময় অভিনয় করলেও দর্শকদের প্রশংসা জয় করতে সক্ষম হয়েছেন। কিন্তু ছবির নির্মাতারা তাঁর আগে এই চরিত্রের জন্য বিজয় সেতুপতিকে বলেছিলেন। কিন্তু বিজয় তাঁর ব্যস্ততার কারণ দেখিয়ে এই ছবির প্রস্তাব ফিরিয়ে দেন। কারণ তিনি এই চরিত্রে অভিনয় করতে রাজি হননি।

২. মহেশ বাবু- দক্ষিণ ভারতীয় জনপ্রিয় অভিনেতা মহেশ বাবুকে আল্লু অর্জুনের আগে এই চরিত্র করার জন্য বলা হয়েছিল। তাঁকে প্রধান অভিনেতা হওয়ার জন্য প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু তিনি ছবির প্রস্তাবটি ফিরিয়ে দিয়েছিলেন। কারণ তাঁর মতে, ছবিটি তাঁর ইমেজের বিরুদ্ধে। এছাড়াও তিনি গ্রে শেড চরিত্রগুলি করতে পছন্দ করেন না।

৩.সামান্থা রুথ প্রভু- ‘পুষ্পা’ ছবিতে আল্লু অর্জুনের সাথে সামন্ত প্ৰভুর একটা আইটেম নাচ থাকলেও তাঁকে প্রথমে মুখ্য অভিনেত্রীর জন্য প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু তিনি সেই সময় প্রস্তাব প্রত্যাখ্যান করেছিল। কারণ তিনি চলচ্চিত্র জগৎ থেকে অল্প সময়ের জন্য বিরতি নিয়েছিলেন। আসলে তার সাথে অভিনেতা নাগা চৈতন্য এর বিবাহ বিচ্ছেদের পর তিনি হতাশায় ছিলেন।

৪. দিশা পাটানি- এই অভিনেত্রী পুষ্পা ছবির জন্য দেড় কোটি টাকা দাবি করেছিলেন। এই কারণে ছবির নির্মাতারা তাঁর জায়গায় সামান্থা প্রভুকে দিয়ে সই করান।

৫. নোরা ফাতেহি- বলিউডে যিনি আইটেম ডান্সএর জন্য জনপ্রিয়, তিনি হলেন আর কেউ নন স্বয়ং নোরা ফাতেহি। তাঁকে পুষ্পা ছবিতে একটি আইটেম নাচের জন্য যোগাযোগ করা হয়েছিল। সংবাদ মাধ্যমের মতে, নোরা তাঁর পারিশ্রমিক খুব বেশি পেয়েছিলেন। শেষ অব্দি নোরার সিদ্ধান্ত না বদলানোর চলচ্চিত্র নির্মাতাদের সিদ্ধান্ত বদলাতে হয়। তাঁর জায়গায় সামন্থাকে নেওয়া হয়েছিল।

৬. স্লোগান রোহিত- তেলেগু জনপ্রিয় তারকা তাকে পুষ্পা ছবির ভিলেনের ভূমিকার জন্য বলা হয়েছিল। ছবিটির নির্মাতারা তাঁর সাথে যোগাযোগ করেছিল, কিন্তু তিনি কিছু কারণে এই প্রস্তাব ফিরিয়ে দেন।