ক্যারিয়ারে অনেক সুপারহিট ছবি দিলেও ফিল্মফেয়ারে কোনো অ্যাওয়ার্ড পাননি এই তারকারা, রয়েছে অক্ষয় কুমার সহ

বলিউডে এমন কিছু অভিনেতা আছেন, যারা কোটি কোটি দর্শকদের শুধু মনই জেতেননি, তার সাথে পাগলে করে দিয়েছিল। তাঁরা হিট থেকে সুপারহিট বা ব্লকবাস্টার ছবি দর্শকদের দিয়েছেন। কিন্তু তা সত্বেও এই অভিনেতারা এখনো ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড পাননি, যা সত্যিই অবাক করার মত বিষয়। আসলে এই সব অভিনেতাদের দক্ষতা এবং সাফল্য কখনও পুরস্কারের উপর নির্ভর করে না। কারন এইসব তারকার পুরস্কার না পেলেও কোটি কোটি মানুষের হৃদয় জয় করে নিয়েছেন।

১. ধর্মেন্দ্র –

হিন্দি চলচ্চিত্র জগতে কিংবদন্তী অভিনেতা হলেন ধর্মেন্দ্র। তিনি তাঁর ফিল্ম ক্যারিয়ারে অনেক দুর্দান্ত ছবি করেছেন। বলিউডের ছবিতে তাঁর অবদান অনস্বীকার্য। তবে তিনি কখনোই সেরা অভিনেতা হিসাবে ফিল্মফেয়ার পুরস্কার পাননি।

২. রাজেন্দ্র কুমার –

বলিউডের ৮০র দশকে প্রবীণ অভিনেতা হলেন রাজেন্দ্র কুমার। তিনি বলিউডে সঙ্গম, মেরে মেহুবব ও ফুলের মতো প্রমুখ সুপারহিট ছবিতে অভিনয় করেছেন। তাঁর ফিল্ম ক্যারিয়ার ৪ দশক ধরে চললেও তিনি কখনোই ফিল্মফেয়ার পুরুস্কার পাননি।

৩. শশী কাপুর –

বলিউডে অত্যন্ত সফল এবং বিখ্যাত অভিনেতাদের মধ্যে একজন হলেন শশী কাপুর। তিনি তাঁর ফিল্ম ক্যারিয়ারে ১৭০ টির বেশি ছবিতে অভিনয় করেছেন। তিনি শুধু হিন্দি ভাষায় নয়, ইংরেজি ভাষাতেও ছবিতে অভিনয় করেছেন। তবে তিনি কখনোই ফিল্মফেয়ার পুরস্কার পাননি।

৪. শত্রুঘ্ন সিনহা –

বলিউডের প্রবীণ অভিনেতাদের মধ্যে অন্যতম জনপ্রিয় অভিনেতা হলেন শত্রুঘ্ন সিনহা। তিনি তাঁর চমৎকার অভিনয় এবং সংলাপের মাধ্যমে দর্শকদের হৃদয়ে নিজের জায়গা করে নিয়েছেন। তাঁর সিনেমা প্রায়ই ৪ দশক ধরে চলেছিল। তিনি ১৫০টির বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন। তবে তিনি বলিউডে এত সক্রিয় থাকলেও তিনি কখনোই ফিল্মফেয়ার পুরস্কার পাননি।

৫. অক্ষয় কুমার –

বলিউডের বিখ্যাত এবং সুপরিচিত অভিনেতা হলেন অক্ষয় কুমার। তিনি তাঁর অভিনয়ের দ্বারা লক্ষ লক্ষ ভক্তদের মন জিতে নিয়েছেন। তিনি অ্যাকসান থেকে শুরু করে কমেডি এবং রোমান্টিক ছবিতেও অভিনয় করেছেন। তিনি এখনো পর্যন্ত সেরা অভিনেতার ফিল্মফেয়ার পুরস্কার পাননি। তবে অক্ষয় কুমার এই পুরস্কারের জন্য বহুবার মনোনীত হয়েছেন। আর সবচেয়ে মজার ব্যাপার হলো অক্ষয় কুমার জাতীয় পুরস্কার জিতেছেন।